North Dum Dum Municipality

জমা জল সরাতে নিকাশি খালের সংস্কার উত্তর দমদমে

উত্তর দমদম নিচু এলাকা হওয়ার কারণে প্রতি বছরই জমা জলের সমস্যায় ভুগতে হয় স্থানীয় বাসিন্দাদের। গত কয়েক বছরে সেই সমস্যার সমাধানে একাধিক পরিকল্পনা করেছিল উত্তর দমদম পুরসভা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ০৮:১১
Share:

উত্তর দমদম পুরসভা। —ফাইল চিত্র।

বর্ষার আগে উত্তর দমদমের নিকাশি খালের নাব্যতা বৃদ্ধি এবং সংস্কারের কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই অনুযায়ী কাজের প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করা হয়েছে।

উত্তর দমদম নিচু এলাকা হওয়ার কারণে প্রতি বছরই জমা জলের সমস্যায় ভুগতে হয় স্থানীয় বাসিন্দাদের। গত কয়েক বছরে সেই সমস্যার সমাধানে একাধিক পরিকল্পনা করেছিল উত্তর দমদম পুরসভা। সেই পরিকল্পনার অংশ হিসাবে ছ’টি প্রকল্পের কাজ শুরুও হয়েছে। সেই কাজ শেষ হলে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে শুরু করে উত্তর দমদমের একাধিক ওয়ার্ডের নিচু জায়গায় জল জমার প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন পুর কর্তৃপক্ষ।

যদিও স্থানীয়দের একাংশের মতে, পুর এলাকার মধ্যে একাধিক নিকাশি খালের সংস্কারই শুধু নয়, সেগুলির পলি তুলে নাব্যতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। সম্প্রতি পুরসভা এবং সেচ দফতর যৌথ ভাবে সেই সব নিকাশি খাল পরিদর্শন করে। এর পরে সেগুলি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুসারে কাজ শুরু হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

তবে বাসিন্দাদের আরও অভিযোগ, খালের পাশাপাশি এলাকার জলাশয়গুলিও সংস্কার করার প্রয়োজন রয়েছে। পুরসভা সূত্রের খবর, পুর এলাকায় ব্যক্তিগত মালিকানাধীন জলাশয়ের মালিকদের নোটিস পাঠানো ইতিমধ্যেই শুরু হয়েছে। উত্তর দমদম পুর কর্তৃপক্ষের দাবি, প্রায় ১৯টি ওয়ার্ড এলাকায় জল জমার সমস্যা রয়েছে। যার মধ্যে কয়েকটি জায়গায় সমস্যা কিছুটা কমেছে। পর্যায়ক্রমে ছ’টি প্রকল্প কার্যকর হলে ওই সমস্যা পুরোপুরি মিটবে। তবে আরও পরিকল্পনা করা হচ্ছে। যদিও নিকাশি খাল সংস্কার হলেও সমস্যা পুরোপুরি মিটবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন বাসিন্দাদের একাংশ। তাঁদের একাংশের মতে, এই সমস্যা মেটাতে এলাকায় ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার প্রয়োজন রয়েছে।

উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস জানান, এলাকায় জমা জলের সমস্যা দীর্ঘদিনের। পর্যায়ক্রমে পরিকল্পনামাফিক নিকাশি ব্যবস্থার উন্নতি ঘটানো হচ্ছে। খাল সংস্কার তারই অংশ। ইতিমধ্যেই এর সুফল মিলতে শুরু করেছে। আগামী দিনে জমা জলের সমস্যা পুরো মেটানোর চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন