সিবিআইকে চিঠি! দাবি খারিজ করল প্রধানমন্ত্রীর দফতর

নোট বাতিলের সিদ্ধান্তের তিনি প্রতিবাদ করছেন বলেই তাঁর দলের নেতা-সাংসদদের সিবিআই নিশানা করছে, এই অভিযোগে এখন সরব মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বে তাঁদের বাড়তি রসদ জুগিয়েছিল সিবিআই-কে পাঠানো একটি ‘সরকারি’ নথি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ০৩:৩৯
Share:

নোট বাতিলের সিদ্ধান্তের তিনি প্রতিবাদ করছেন বলেই তাঁর দলের নেতা-সাংসদদের সিবিআই নিশানা করছে, এই অভিযোগে এখন সরব মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বে তাঁদের বাড়তি রসদ জুগিয়েছিল সিবিআই-কে পাঠানো একটি ‘সরকারি’ নথি। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে যে নির্দেশ সিবিআইকে পাঠানো হয়েছে বলে দাবি করে খবর বেরিয়েছিল সংবাদমাধ্যমের একাংশে। যে নির্দেশিকায় রোজ ভ্যালি-কাণ্ডে তৃণমূলের নির্দিষ্ট কিছু নেতার ভূমিকা খতিয়ে দেখতে বলা হয়েছিল সিবিআইকে। এ বার ননপ্রধানমন্ত্রীর দফতরের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হল, পিএমও এমন কোনও চিঠিই সিবিআইকে পাঠায়নি! তাই ওই সংক্রান্ত সংবাদও সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’!

Advertisement

যে চিঠি নিয়ে বিতর্ক, তা অবশ্য ২০১৫ সালে পাঠানো হয়েছিল বলে দাবি। রোজ ভ্যালি-কাণ্ডে সিবিআই ফের সক্রিয় হয়ে ধরপাকড় শুরু করতেই মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করেছিলেন, নোটবন্দির প্রতিবাদ তাঁরা করছেন বলেই এ ভাবে প্রতিহিংসার মাসুল দিতে হচ্ছে। এর মধ্যেই সংবাদমাধ্যমের একাংশে পিএমও-র চিঠি বলে দাবি করে একটি নথির কথা বলে জানানো হয়েছিল, রোজ ভ্যালি-কাণ্ডে তৃণমূলের পাঁচ জন নেতার ভূমিকা বিশেষ ভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে সিবিআই-কে। কিন্তু প্রধানমন্ত্রীর দফতর জল্পনার অবসান ঘটিয়ে সোমবার জানিয়ে দিয়েছে, ওই চিঠি একেবারেই জাল! পিএমও থেকে এমন কোনও চিঠি পাঠানোই হয়নি। এমন ভুয়ো চিঠি ছাপানোর জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে দুঃখপ্রকাশ করে সংশোধনী প্রকাশ করতে হবে বলেও জানিয়েছে পিএমও।

চিঠির কথা প্রকাশ্যে আসার পরে বিজেপি-সহ বিরোধীরা দু’টি প্রশ্ন তুলেছিল। প্রথমত, তৃণমূলের অভিযোগ, নোটবন্দির প্রতিবাদ করায় সিবিআই দিয়ে ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারিতে দলের নেতা-সাংসদদের গ্রেফতার করা হচ্ছে। কিন্তু প্রকাশিত চিঠিতে দেখা যাচ্ছে, ওই নথি পাঠানো হয়েছিল ২০১৫ সালে। তা হলে নোটবন্দির জেরে প্রতিহিংসার সঙ্গে তার সম্পর্ক কী? আর দ্বিতীয়ত, নোটবন্দির পরে রোজ ভ্যালি-কাণ্ডে যে দু’জন তৃণমূল সাংসদকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নামই তো পিএমও-র ‘চিঠি’তে ছিল না! বিজেপি নেতৃত্ব এখন বলছেন— এমন চিঠির ভিত্তিতেই মমতা যদি দাবি করে থাকেন যে, কেন্দ্রীয় সংস্থার কাছে তথ্য পেয়ে তিনি জেনে যাচ্ছেন তৃণমূলের কারা কারা সিবিআই নিশানায় আছেন, তা হলে তার জবাব তিনিও নিশ্চয়ই পেয়ে গিয়েছেন!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন