‘টাইম বোমা’ কিনা ধন্দই

শুক্রবার পুলিশ জানায়, উদ্ধার হওয়া বস্তুটি ‘ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসে’র (আইইডি) প্রতিরূপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাঁশকুড়া শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৯
Share:

এই সেই বোমা।—নিজস্ব চিত্র।

মহালয়ার সকালেই পাঁশকুড়ার ঘোষপুর এলাকায় টাইম বোমার আতঙ্ক ছড়িয়েছিল। ওই ঘটনায় শেখ আসানুর আলি নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তবে ২৪ ঘণ্টা পরেও পুলিশ খোলসা করেনি, সন্দেহজনক ওই বস্তুটিতে বিস্ফোরক ছিল কি না! তাদের বক্তব্য, নমুনার ফরেন্সিক পরীক্ষার পরেই তা স্পষ্ট হবে। বৃহস্পতিবার ঘোষপুরের সেরহাটি বাজারে কার্তিক গাঁতাইতের ইমারতি সামগ্রীর দোকানের গুদামে টাইম বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়ায়। সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বস্তুটিকে নিষ্ক্রিয় করে। রাতেই ঘোষপুরের রামগড়ের বাসিন্দা শেখ আসানুরকে গ্রেফতার করা হয়। বছর চব্বিশের আসানুর হায়দরাবাদে মার্বেল মিস্ত্রির কাজ করত।

Advertisement

শুক্রবার পুলিশ জানায়, উদ্ধার হওয়া বস্তুটি ‘ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসে’র (আইইডি) প্রতিরূপ। আসানুর কার্তিকের দোকান থেকে ৩০ হাজার টাকার সামগ্রী কিনেছিল। পুরো টাকা সে দিতে পারেনি। তাই ভয় দেখাতে ইউটিউব দেখে আইইডি-র প্রতিরূপটি বানায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন