এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
একটি আপত্তিকর ভিডিয়ো নিজের ফেসবুকে পেজে প্রকাশ করা নিয়ে বিতর্কের সূত্রপাত। পরে উঠল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগও। এক নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে জনপ্রিয় ইউটিউব চ্যানেলের এক তারকাকে গ্রেফতার করল মুর্শিদাবাদের পুলিশ।
বুধবার নদিয়ার একটি হোটেল থেকে অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে তাকে। অভিযোগকারী নাবালিকার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই বলেন, ‘‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।’’
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পল্লিগ্রাম টিভি নামে একটি ইউটিউব চ্যানেলে কাজ করত। ওই চ্যানেলের অনুগামীর সংখ্যা ১.৬ কোটি। অভিযোগ, মুর্শিদাবাদের এক নাবালিকার সঙ্গে তার সম্পর্ক হয়েছিল। নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করে অভিযুক্ত। কিন্তু সম্প্রতি ওই নাবালিকার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় সে। এর পরেই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ইউটিউব চ্যানেলের কর্ণধারের সঙ্গেও অভিযুক্তের ঝামেলা হয়েছিল টাকাপয়সা নিয়ে।
ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের বাবা। তিনি বলেন, ‘‘আমার ছেলে এ রকম কাজ করতে পারে না। কেউ নিশ্চয়ই ওকে ফাঁসিয়েছে।’’