পেডঙে ফের বন্দুক উদ্ধার

কালিম্পঙের এসপি অজিত সিংহ জানান, গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্র রাইয়ের বাড়িতে হানা দেওয়া হয়। পুলিশের দাবি, চন্দ্রের সঙ্গেই ছিলেন মোর্চার কট্টরপন্থী নেতা নামগিয়াল ভুটিয়া। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পেডঙে তিনিই অস্ত্র আমদানির অন্যতম মূল কারিগর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দার্জিলিং শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ০২:২৯
Share:

প্রতীকী ছবি।

আবার অস্ত্র উদ্ধার পেডঙের গ্রামে। পুলিশ জানিয়েছে, কালিম্পঙের পেডঙের কাছে নেওয়ান গাঁওয়ে চন্দ্র রাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দু’টি ৯ এমএম পিস্তল, একটি রিভলভার, তিনটি ম্যাগাজিন ও ৩৭ রাউন্ড কার্তুজ। অস্ত্র উদ্ধারের ঘটনায় ইউএপিএ-তে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

কালিম্পঙের এসপি অজিত সিংহ জানান, গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্র রাইয়ের বাড়িতে হানা দেওয়া হয়। পুলিশের দাবি, চন্দ্রের সঙ্গেই ছিলেন মোর্চার কট্টরপন্থী নেতা নামগিয়াল ভুটিয়া। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পেডঙে তিনিই অস্ত্র আমদানির অন্যতম মূল কারিগর।

অবশ্য পুলিশ যখন তল্লাশিতে যায়, দু’জনই পালিয়ে গিয়েছেন। পরে এসপি আরও বলেন, ‘‘দু’টি ব্যাগে অস্ত্র ভরা ছিল। বিপুল অস্ত্র উদ্ধার হওয়ায় ইউএপিএ ধারায় মামলা হয়েছে। অস্ত্র মজুতের পেছনে আরও কারা রয়েছে, তা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।’’

Advertisement

যে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে, তা কোথাকার, সেটা নিয়ে অবশ্য ধন্দ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের গায়ে ‘মেড ইন চায়না’ এবং ‘মেড ইন ইউএস’ লেখা। যদিও প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে, অস্ত্রগুলি সবই দেশীয়। অস্ত্রের উৎস সম্পর্কে বিভ্রান্তি ছড়াতেই মিথ্যে তথ্য লেখা হয়েছিল। অস্ত্র মজুতের অভিযোগে জড়িত থাকার সন্দেহে কয়েক জনকে জেরা চালাচ্ছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন