sandeshkhali

আলাঘরের আগুন: তরজা তৃণমূল-বিজেপির

সন্দেশখালির প্রাক্তন প্রধান, বর্তমানে সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূলের দিলীপ মল্লিকের নাম করে রেখার দাবি, ‘‘দিলীপ মল্লিক এলাকায় ফিরে দাপাদাপি করছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খুলনা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ০৬:৩৪
Share:

—প্রতীকী ছবি।

সন্দেশখালিতে বিজেপি নেতা সুব্রত মণ্ডলের আলাঘরে আগুন লাগার পরে তিন দিন হয়ে গেল, এখনও কেউ গ্রেফতার হয়নি। স্থানীয় খুলনা পঞ্চায়েতের হাটগাছা গ্রামের বিজেপি নেতা সুব্রত সন্দেশখালি থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। শুক্রবার তাঁর বাড়িতে যান বিজেপির বসিরহাটের প্রার্থী রেখা পাত্র। ঘুরে দেখেন পুড়ে যাওয়া আলাঘর।

Advertisement

পরে রেখা বলেন, ‘‘শাহজাহান বাহিনীর মাথারা গ্রেফতার হওয়ার পরে একটু শান্ত ছিল এলাকা। আবার শাহজাহান বাহিনী সন্ত্রাস তৈরির চেষ্টা করছে, যাতে মানুষ ভোট দিতে না পারে। তবে এ বার মানুষ ভোট দেবে, অধিকার বুঝে নেবে।’’ রেখার আরও দাবি, ‘‘বেড়মজুর, সন্দেশখালি, খুলনা— এই সব পঞ্চায়েত এলাকায় মানুষকে ভয় দেখাচ্ছেন তৃণমূলের নেতারা। তাঁরা মানুষকে বলছেন, রাজ্য সরকার তৃণমূলের আছে থাকবে, বিজেপি কিছু করতে পারবে না। সিবিআই তদন্ত হওয়ায় সন্দেশখালির মানুষ সাহস পাচ্ছেন। শান্তিতে স্বাধীন ভাবে ভোটটাও দিতে পারবেন। তৃণমূল ভোট লুট, সন্ত্রাসের চেষ্টা করলে সন্দেশখালির মানুষ ফের গর্জে উঠবেন।’’

সন্দেশখালির প্রাক্তন প্রধান, বর্তমানে সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূলের দিলীপ মল্লিকের নাম করে রেখার দাবি, ‘‘দিলীপ মল্লিক এলাকায় ফিরে দাপাদাপি করছেন।’’ এক সময়ে দাপট ছিল দিলীপের। ২০১৯ সালে সন্দেশখালি ২-এর বিডিও কৌশিক ভট্টাচার্যকে অফিসে ঢুকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছিলেন দিলীপ। গ্রেফতার হওয়া তৃণমূলের নেতা শিবপ্রসাদ হাজরার বিরোধী গোষ্ঠী হওয়ায় দিলীপ এখন আবার মাথা তুলছেন বলে স্থানীয় তৃণমূল নেতাদের একাংশেরও দাবি।

Advertisement

দিলীপ বলেন, ‘‘শুনে ভাল লাগছে, আমি এলাকায় ফের তৃণমূলকে নেতৃত্ব দেওয়ায় রেখা আমাকে ভয় পাচ্ছেন। আসলে বিজেপির কোনও সংগঠন নেই বুথ স্তরে। পুলিশ ও স্থানীয়দের থেকে শুনেছি, পরিত্যক্ত আলাঘরের পাশে আবর্জনা পরিষ্কার করতে নিজেরাই আগুন দিয়েছিল। সেই আগুন না নিভিয়ে চলে যায়। ফলে হাওয়ায় আগুন লেগে যায় খড়ের চালে। এ নিয়ে রাজনীতি করছে বিজেপি।’’

সন্দেশখালির বিভিন্ন ঘটনার তদন্ত ভার কলকাতা হাই কোর্ট সিবিআইকে দেওয়ায় সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন শেখ শাহজাহান। তিনি বলেন, ‘‘সিবিআই তদন্ত হলে ভাল হবে। ইডি তদন্ত করছে, সেটাও ভাল হচ্ছে।’’ এই বিষয়ে রেখা এ দিন বলেন, ‘‘গিরগিটির মতো রং বদল করছে একজন দুষ্কৃতী। তবে শেখ শাহজাহান এই ভাবে পার পাবেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন