ম্যান্ডেলা স্মরণে কলকাতায় কারাট

কলকাতায় আসছেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। উপলক্ষ দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের পথিকৃৎ নেলসন ম্যান্ডেলার শতবর্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ০৪:৩৭
Share:

—ফাইল চিত্র।

হায়দারাবাদ পার্টি কংগ্রেসে বঙ্গ ব্রিগেডের দাবির কাছে নতিস্বীকার করতে হয়েছিল তাঁকে। পার্টি কংগ্রেসে পাশ হওয়া রাজনৈতিক প্রস্তাবে দরজা খোলা রাখা হয়েছিল কংগ্রেসের সঙ্গে সমঝোতার। তার পরে এই প্রথম কলকাতায় আসছেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। উপলক্ষ দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের পথিকৃৎ নেলসন ম্যান্ডেলার শতবর্ষ।

Advertisement

সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার (এআইপিএসও) রাজ্য কমিটি আগামী ১৮ জুলাই ‘নেলসন ম্যান্ডেলার উত্তরাধিকার ও সাম্প্রতিক বিশ্ব’ শীর্ষক একটি বক্তৃতার আয়োজন করছে। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ওই বক্তৃতা করার কথা কারাটের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ অশোকনাথ বসু। প্রসঙ্গত, ম্যান্ডেলার কারামুক্তির পরে তাঁকে কলকাতায় এনে গণসংবর্ধনা দিয়েছিল জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন