Prashant Kishor

কাঁথির অধিকারী বাড়িতে ভোটকৌশলী প্রশান্ত কিশোর, ছিলেন না শুভেন্দু, কথা হল শিশিরের সঙ্গে

অধিকারী বাড়িতে পা রাখছেন প্রশান্ত এমন খবর পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল নেতৃত্বের একাংশেরও অজানা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ২২:৪৮
Share:

শুভেন্দু অধিকারী ও প্রশান্ত কিশোর।— ফাইল চিত্র

শুভেন্দু অধিকারীর বাড়িতে গেলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। বৃহস্পতিবার রাতে তিনি কাঁথির অধিকারী বাড়িতে যান। তবে সেই সময় শুভেন্দু বাড়িতে ছিলেন না। তাঁর বাবা শিশির অধিকারীর সঙ্গে কথা হয় প্রশান্তের। সূত্রের খবর, শুভেন্দু না থাকলেও শিশিরের সঙ্গে প্রশান্তের কথা হয়েছে তাঁকে নিয়েই। শুভেন্দুর সঙ্গেও তাঁর মোবাইলে কথা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে অধিকারী পরিবারের কেউই মুখ খোলেননি।

Advertisement

এ দিন রাত সাড়ে ৮টা নাগাদ আচমকা কাঁথি শহরের হাতাবাড়ি এলাকায় শুভেন্দুর বাড়িতে সটান হাজির হন প্রশান্ত। তবে এ দিন একাধিক কর্মসূচিতে যোগ দিতে জেলার বাইরে রয়েছেন ওই তৃণমূল নেতা। ফলে তাঁর দেখা পাননি প্রশান্ত।

কিন্তু শিশিরের সঙ্গে কথা বলেন তিনি। এর পর রাত পৌনে ১০টা নাগাদ অধিকারী বাড়ি ছেড়ে বেরিয়ে যান প্রশান্ত। দু’জনের মধ্যে ঘণ্টা দেড়েক কথাবার্তা হয়। তবে আলোচনায় ঠিক কী কী বিষয় উঠে এসেছে তা নিয়ে মুখ খোলেননি কেউই। কারণ অধিকারী বাড়ি ছেড়ে বেরনোর সময় সাংবাদিকদের এড়িয়ে গিয়েছেন প্রশান্ত।

Advertisement

আরও পডুন: দিলীপের ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে এ কী বললেন অনুব্রত

আরও পডুন: ‘মুখ্যমন্ত্রী যে মই বেয়ে ওঠেন, সেটাই ফেলে দেন’, মমতাকে কটাক্ষ সুজনের​

অধিকারী বাড়িতে পা রাখছেন প্রশান্ত এমন খবর পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল নেতৃত্বের একাংশেরও অজানা। জেলার জোড়াফুল শিবিরের ওই অংশের দাবি, টিভি দেখেই গোটা ঘটনার কথা জানতে পারেন তাঁরা। তাঁদের অবশ্য ব্যাখ্যা, অধিকারী বাড়িতে ভোটকৌশলীর এই ঝটিকা সফর আসলে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই। কারণ শিশির অধিকারী পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন