Rabindra Sarobar

সরোবরে দোল, চলল প্রতিবাদও

কেন অনুষ্ঠান হচ্ছে, এই প্রশ্ন তুলে সরোবরের ১২ নম্বর গেটে প্রতিবাদ দেখায় ‘লেক লাভার্স অ্যান্ড মর্নিং ওয়াকার্স’ নামে একটি সংগঠন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৫:৪৯
Share:

বিধি ভেঙে দোল খেলার অভিযোগ ঘিরে উত্তেজনা রবীন্দ্র সরোবরে। —নিজস্ব চিত্র।

দোলের দিন, শুক্রবার নিয়ম ভেঙে একটি ক্লাব রবীন্দ্র সরোবরের ভিতরে অনুষ্ঠান আয়োজন করছে, এই অভিযোগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হল। কেন অনুষ্ঠান হচ্ছে, এই প্রশ্ন তুলে সরোবরের ১২ নম্বর গেটে প্রতিবাদ দেখায় ‘লেক লাভার্স অ্যান্ড মর্নিং ওয়াকার্স’ নামে একটি সংগঠন। বিষয়টি নিয়ে পরিবেশপ্রেমীদের সঙ্গে আয়োজকদের সঙ্গে বচসাও বেধেছিল। সামগ্রিক ভাবে বিষয়টি নিয়ে কলকাতার নগরপাল মনোজ বর্মাকে ই-মেলে অভিযোগও জানিয়েছে ওই সংগঠন। প্রতিবাদে শামিল কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় কেএমডিএ-এর এক আধিকারিকের প্রতি আঙুল তুলে অভিযোগ করেছেন, “উনি দায়িত্ব নিয়ে সরোবরটা শেষ করছেন। ওঁকে না সরানো পর্যন্ত আন্দোলন চলবে। আমরা ঘেরাও করতে বাধ্য হব।”

উত্তেজনা রবীন্দ্র সরোবরে। —নিজস্ব চিত্র।

প্রসঙ্গত, জাতীয় পরিবেশ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়েকটি ক্লাবকে দোল ও হোলির অনুষ্ঠানের জন্য কেএমডিএ-র অনুমতি দেওয়া নিয়ে কিছু দিন ধরেই বিতর্ক তৈরি হয়েছে। এই সূত্রেই আয়োজকদের তরফে এক জনের বক্তব্য, “কেউ জলে নামছেন না। রং ছাড়া দোলের আয়োজন করা হয়েছে। ফুল নিয়ে সবাই আসছেন। নিয়মের বাইরে গিয়ে কিছু হয়নি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন