State news

নতুন করে উত্তেজনা, মেয়ো রোডে পুলিশের লাঠিতে জখম বিমান, সূর্যরা

১৮ দফা দাবি নিয়ে নবান্নমুখী বামেরা। সেই অভিযানে প্রথম থেকেই অশান্তি শুরু হয়ে গেল। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে যান কর্মী-সমর্থকেরা। তাঁদের আটকাতে লাঠিচার্জ করে পুলিশ। খণ্ডযুদ্ধ বেঁধে যায় বাম কর্মীদের সঙ্গে পুলিশের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০১৭ ১২:৫২
Share:

ডাফরিন রোডে মহিলা বাম কর্মীদের সঙ্গে ধ্বস্তাধস্তি পুলিশের।

১৮ দফা দাবি নিয়ে নবান্নমুখী বামেরা। সেই অভিযানে প্রথম থেকেই অশান্তি শুরু হয়ে গেল। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে যান কর্মী-সমর্থকেরা। তাঁদের আটকাতে লাঠিচার্জ করে পুলিশ। খণ্ডযুদ্ধ বেঁধে যায় বাম কর্মীদের সঙ্গে পুলিশের। লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস ছুড়ে, জলকামান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় পুলিশ এবং বাম কর্মীদের অনেকেই জখম হন।

Advertisement

Advertisement

• বিকেল চারটে। মেয়ো রোডে বেধড়ক লাঠিচার্জ পুলিশের। পুলিশ বেপরোয়া ভাবে মারল সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, মদন ঘোষ এবং মনোজ চক্রবর্তীদের।

• ইটছোড়া প্রসঙ্গে বিমান বসু বলেন, ‘‘সমস্ত ইট পুলিশই ছুড়েছে। সেগুলোকেই ধরে ফেলে পাল্টা পুলিশের দিকে ছুড়েছিলেন কর্মীরা।’’ • সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘এটা প্রমাণিত যে খুব পেয়ে গিয়েছে তৃণমূল।’’

• বিকেল ৩টে নাগাদ সাংবাদিকদের সামনে আসেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা।

• যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে।

• হেস্টিংসে বাস ভাঙচুর করলেন বাম কর্মীরা।

• মিছিল শুরু হয়েছে কোনা এক্সপ্রেসওয়ে, সাঁতরাগাছিতেও। কোনা এক্সপ্রেসওয়েতে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছেন কর্মীরা। পাল্টা লাঠিচার্জ পুলিশের। কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করল পুলিশ।


জখম কান্তি গঙ্গোপাধ্যায়।

• বাম কর্মীদের উপরে বেধড়ক লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মেয়ো রোডে পুলিশ-বাম কর্মীদের মধ্যে সংঘর্য।

• দুপুর আড়াইটা। পুলিশের মারে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে রয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়।



রানি রাসমনি অ্যাভিনিউয়ে ব্যারিকেড করে আন্দোলনকারীদের আটকাতে তৈরি পুলিশ।

• ফরশোর রোডে পুলিশকে লক্ষ্য করে কলার খোসা, জলের বোতল, পাথর ছুড়ছেন কর্মীরা। মাথা ফাটল পুলিশের।

• দুপুর দু’টো। কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়লেন এক বাম কর্মী। পুলিশের লাঠির আঘাতে মাথা ফেটে গেল আরও এক বাম কর্মীর।

দেখুন ভিডিও:

• ডাফরিন রোডে পুলিশ মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়ছে।

• হেস্টিংস মোড়ে ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা বামেদের। গার্ডওয়ালের উপরে উঠে পড়লেন বাম কর্মীরা। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, ইটবৃষ্টি বাম কর্মীদের।

• ধর্মতলা থেকে মিছিল দু’ভাগে ভাগ হয়ে রওনা দিয়েছে নবান্নের দিকে।

ডাফরিন রোডে আহত কর্মী অমরনাথ ঘোষ।

• নবান্নে বাম বিধায়কদের ঢোকার চেষ্টা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘ওরা মানুষের জন্য কাজ করে না। মানুষের নজরে নেই। মুখ্যমন্ত্রী জেলায় জেলায় ঘুরে কাজ করার চেষ্টা করেন। আর ওরা নিজেদের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে।’’

• নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখতে পৌঁছলেন ডিজিপি (আইনশৃঙ্খলা)।

• রাসবিহারী মোড় থেকে নবান্ন অভিযান শুরু হল বামেদের। নেতৃত্বে রয়েছেন বিমান বসু এবং সূর্যকান্ত মিশ্রেরা।


আহত পুলিশকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য।

• অভিযান শুরুর আগেই নবান্নে জোর করে ঢোকার চেষ্টা করেন সুজন চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য, আনিসুর রহমান এবং মানস মুখোপাধ্যায়।

• তাঁদের সঙ্গে ১০-১২ জন বাম কর্মী ছিলেন। পুলিশ তাঁদের আটক করে।

নবান্নের সামনে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

• এর পরেই নবান্নের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও পুলিশ মোতায়েন করা হয়।

• বেলা ১২টা ১০ মিনিট নাগাদ গাড়ি করে বিধানসভা থেকে নবান্নের নর্থ গেটে পৌঁছন তাঁরা। তার পরই নবান্নে ঢুকতে যান। ধ্বস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে।

• এই ঘটনার নিন্দা করেছেন বিমান বসু। তাঁদের মুক্তি চেয়েছেন তিনি। তাঁদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন সূর্যকান্ত মিশ্রও।

• অভিযান আটকাতে রাসবিহারী মোড়, ডাফরিন রোডে ব্যারিকেড করে রেখেছে পুলিশ। রয়েছে প্রচুর পুলিশ।

• কাজিপাড়া, আন্দুল রোডেও ব্যারিকেড।

—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন