Violence

জলঙ্গি-প্রতিবাদ

গুলি চালিয়ে প্রাণহানি ঘটানো সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০১
Share:

জলঙ্গির ঘটনায় মৃত সালাউদ্দিন শেখ এবং আনারুল বিশ্বাস।—ফাইল চিত্র।

জলঙ্গিতে সরস্বতী পুজোর দিনে কেন বন্‌ধ ডাকা হয়েছিল বলে যে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন, তার তীব্র প্রতিবাদ জানাল ‘সেভ ডেমোক্র্যাসি ফোরাম’। সংগঠনের রাজ্য সম্পাদক চঞ্চল চক্রবর্তীর বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রীর গলায় আরএসএস-বিজেপির সুর শোনা যাচ্ছে! এমন মন্তব্যে বিক্ষোভকারীদের উপরে তৃণমূলের গুন্ডাবাহিনীর গুলি চালনার ঘটনাকে কার্যত সমর্থন জানানো হয়েছে। গুলি চালিয়ে প্রাণহানি ঘটানো সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। মুখ্যমন্ত্রী কি সেই অনুচ্ছেদ লঙ্ঘনকে সমর্থনে অভিযুক্ত হলেন না?’’ জলঙ্গির সাহেবনগরে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে প্রতিবাদ সভা করেছে সেভ ডেমোক্র্যাসি। স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে পুলিশ কতটা সক্রিয় থাকবে, সংশয় প্রকাশ করেছেন চঞ্চলবাবুরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন