নারী নিগ্রহের প্রতিবাদে পথে

দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীরা সোমবার তুলসী মুখোপাধ্যায়দের নেতৃত্বে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল করে গিয়ে গড়িয়াহাটে মাবনবন্ধন করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:০৪
Share:

দেশ জুড়ে ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনায় প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

ভিন্ রাজ্যের হায়দরাবাদ হোক বা এই শহরের কালীঘাট। একের পর এক ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনার প্রতিবাদে পথে নামল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

Advertisement

গণতান্ত্রিক মহিলা সমিতি, ডিওয়াইএফআই, এসএফআইয়ের পাশাপাশি এসইউসি এবং সিপিআই (এম-এল) লিবারেশনের নানা শাখা সংগঠন পথে নেমেছে ইতিমধ্যেই। দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীরা সোমবার তুলসী মুখোপাধ্যায়দের নেতৃত্বে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল করে গিয়ে গড়িয়াহাটে মাবনবন্ধন করেন। হায়দরাবাদে গণধর্ষণ-কাণ্ডে অপরাধীদের ফাঁসির দাবিতে মিছিল করে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি। একই দাবিতে মোমিনপুর মোড়ে সন্ধ্যা বিক্ষোভ মিছিল করেন আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এক দল কংগ্রেস কর্মী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন