Bus Accident

নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবোঝাই বাস উল্টে গেল জাতীয় সড়কে, বাঁকুড়ায় আহত অন্তত ২৫

বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার অমরকানন কলেজ মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ২০:২৫
Share:

দুর্ঘটনাগ্রস্ত বাস। —নিজস্ব চিত্র।

বাঁকুড়ার ওন্দা থেকে ঝাড়খণ্ডের দুমকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবোঝাই বাস উল্টে জখম হলেন ওই বাসে থাকা ২৪ জন যাত্রী। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার অমরকানন কলেজ মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ওন্দা থানার সাবনপুর গ্রাম থেকে একটি ট্যুরিস্ট বাসে করে বুধবার প্রায় ৬৫ জন ঝাড়খণ্ডের দুমকা জেলায় বরযাত্রী যাচ্ছিলেন। দূরের রাস্তা হওয়ায় দুপুর গড়াতেই ওন্দার সাবনপুর থেকে বরযাত্রী বোঝাই বাসটি দুমকার উদ্দেশে রওনা হয়। যাত্রীদের দাবি, ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে রানিগঞ্জের দিকে যাওয়ার সময় বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানার অমরকানন কলেজ মোড়ের কাছে আচমকাই বাসটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। প্রথমে বাসটি এক বাইক আরোহীকে ধাক্কা দিয়ে রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনা নজরে আসতেই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়েরা। পরে খবর পেয়ে গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে হাজির হয়ে আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ২৪ জন যাত্রীকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর থাকায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

বাস যাত্রী ভোলা রবিদাস বলেন, ‘‘আমরা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওন্দা থেকে জাতীয় সড়ক ধরে রানিগঞ্জ হয়ে দুমকা যাচ্ছিলাম। বাস যথেষ্ট গতিতেই এগোচ্ছিল। অমরকাননের কাছাকাছি আসতেই বাসের চালক স্টিয়ারিংয়ের উপর ঝুঁকে পড়েন। তখনই একটি বাইককে ধাক্কা দেয় বাসটি। এর পর টাল সামলাতে না পেরে বাসটি রাস্তার ধারে অনেকটা নীচে থাকা জমিতে নেমে উল্টে যায়। কেন এমনটা হল, তা বলা সম্ভব নয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement