উদ্ধার পঁচিশ টন রড, যুবক গ্রেফতার

পুলিশ সূত্রের খবর, অক্টোবরের শেষ দিকে মেজিয়ার একটি কারখানা থেকে বিহারে যাওয়ার পথে উধাও হয় রড বোঝাই একটি ট্রাক। ২৮ অক্টোবর পুলিশে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেজিয়া শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ০২:০৮
Share:

ধৃত: রমেশ মাহাতো। নিজস্ব চিত্র

রড পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রমেশ মাহাতো বিহারের বিষ্ণুপুরা এলাকার গোপালগঞ্জের বাসিন্দা। রবিবার সেখান থেকেই বাঁকুড়ার মেজিয়া থানার পুলিশ রমেশকে ধরে। উদ্ধার হয়েছে ২৫ টন রড। সোমবার বাঁকুড়া আদালতে তোলা হলে রমেশকে ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

পুলিশ সূত্রের খবর, অক্টোবরের শেষ দিকে মেজিয়ার একটি কারখানা থেকে বিহারে যাওয়ার পথে উধাও হয় রড বোঝাই একটি ট্রাক। ২৮ অক্টোবর পুলিশে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। ওই কারখানা থেকে বিহারে রড পাঠানো হচ্ছিল। পথেই রড বোঝাই ট্রাকটি নিখোঁজ হয়ে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

ট্রাকের নম্বর ও তার মালিকের মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, ট্রাকের নম্বরটি ভুয়ো। গাড়ির মালিকের মোবাইলও চালু ছিল না। পরে একটি সূত্র থেকে গাড়ির মালিকের আরও কয়েকটি মোবাইল নম্বর জানতে পারে পুলিশ। সে নম্বরগুলির সূত্র ধরেই রমেশের হদিস পায় মেজিয়া পুলিশ।

Advertisement

রবিবার গোপালগঞ্জে গিয়ে পুলিশ রমেকে গ্রেফতার করে। পুলিশের দাবি, রমেশকে জেরা করে পাঁচটি জায়গা থেকে মোট ২৫ টন রড উদ্ধার হয়। তদন্তকারীরা জানতে পেরেছেন, অন্যের গাড়ি ভাড়া নিত রমেশ। তারপরে গাড়ির নম্বর বদলে সেগুলি মাল পরিবহণের কাজে ব্যবহার করত। পুলিশের সন্দেহ, রমেশ আন্তঃরাজ্য রড পাচার চক্রের সঙ্গে জড়িত। তাকে জেরা করলে চক্রের অন্যদের সম্পর্কে তথ্য মিলবে বলে মনে করছে পুলিশ।

বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, “ধৃতকে জেরা করে রড উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন