মাথা থেঁতলে খুন বান্দোয়ানে, ধৃত ৩

হাট থেকে বাড়ি ফেরার পথে মাথা থেঁতলে খুন করা হল এক ব্যক্তিকে। মৃতের নাম মলিরাম মান্ডি (৪২)। বাড়ি বান্দোয়ানের উদলবনি গ্রামে। খুনে জড়িত সন্দেহে তিন পড়শিকে পুলিশ গ্রেফতার করেছে। কেন খুন, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়। পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, ‘‘বছর পাঁচেক আগে মলিরামের সঙ্গে পড়শিদের একাংশের বিবাদ হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বান্দোয়ান শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ০৬:৩০
Share:

হাট থেকে বাড়ি ফেরার পথে মাথা থেঁতলে খুন করা হল এক ব্যক্তিকে। মৃতের নাম মলিরাম মান্ডি (৪২)। বাড়ি বান্দোয়ানের উদলবনি গ্রামে। খুনে জড়িত সন্দেহে তিন পড়শিকে পুলিশ গ্রেফতার করেছে। কেন খুন, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়। পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, ‘‘বছর পাঁচেক আগে মলিরামের সঙ্গে পড়শিদের একাংশের বিবাদ হয়েছিল।

Advertisement

এই খুনের সঙ্গে ওই ঘটনার কোনও যোগ আছে কিনা দেখা হচ্ছে।’’ স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গিয়েছে, পড়শিদের কয়েক জনের সঙ্গে জমি এবং আরও কিছু বিষয়ে মলিরামের পুরনো বিবাদ রয়েছে। ধৃত জগন্নাথ মান্ডি, অবনী মান্ডি এবং গোলজারি বেসরাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিছু সূত্র পেয়েছে বলে দাবি করেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সে সব খুলে বলতে চাননি পুলিশ কর্তারা। ধৃতদের সকলেরই বাড়ি বান্দোয়ানের উদলবনি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেশরা গ্রামে ফি সোমবার হাট বসে। পেশায় রাজমিস্ত্রি মলিরাম সোমবার বিকেলে হাটে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাট থেকে মলিরাম একাই বাড়ির রাস্তা ধরেছিলেন। রাতের বাড়ি না ফেরায় চার দিকে খোঁজখবর শুরু হয়। মঙ্গলবার সকালে উদলবনি-কেশরা গ্রামের মাঝে রাস্তার উপরে মলিরামের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। খবর যায় পুলিশে। বেলার দিকে দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মলিরামবাবুর মুখ ও মাথা থ্যাঁতলানো ছিল। পাশেই পড়েছিল একটি ভারী পাথর। তাতে রক্তের দাগও মিলেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন