স্বশক্তিকরণ পুরস্কার

১৫ লক্ষ, পুরস্কার পাচ্ছে চার পঞ্চায়েত

পঞ্চায়েত স্বশক্তিকরণ পুরস্কার পেয়েছে রাজ্যের কেবল ছ’টি গ্রাম পঞ্চায়েত। সেই তালিকায় ঠাঁই পেয়েছে বীরভূমেরই চারটি! এমন সাফল্যে আপ্লুত প্রশাসন. জেলাশাসক পি মোহন গাঁধী, সভাধিপতি বিকাশরায় চৌধুরীরা। বলছেন, ‘‘এমন সাফল্য আরও ভাল কাজে উৎসাহ দেবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ০০:৩৮
Share:

পঞ্চায়েত স্বশক্তিকরণ পুরস্কার পেয়েছে রাজ্যের কেবল ছ’টি গ্রাম পঞ্চায়েত। সেই তালিকায় ঠাঁই পেয়েছে বীরভূমেরই চারটি! এমন সাফল্যে আপ্লুত প্রশাসন. জেলাশাসক পি মোহন গাঁধী, সভাধিপতি বিকাশরায় চৌধুরীরা। বলছেন, ‘‘এমন সাফল্য আরও ভাল কাজে উৎসাহ দেবে।’’

Advertisement

কী ভাবে মেলে পুরস্কার?

জেলা প্রশাসনের কর্তারা জানাচ্ছেন, একটি পঞ্চায়েতের যা যা করণীয়— যেমন সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি কেমন, প্রাপ্য টাকার খরচের নিরিখে অবস্থান, গ্রামসভা, উপসমিতির বৈঠক হয় কি না বা নির্বাচিত সদস্যদের উপস্থিতির হার কেমন এমন নানা কাজ কতটা হয়েছে— তার ভিত্তিতে একটি অনলাইন প্রশ্নপত্রের উত্তর দিতে হয়। তারপর মেলে নম্বর। তবে নম্বরে এগিয়ে থাকলেই কাজ শেষ নয়। একে একে ব্লক, তারপর জেলা ও রাজ্যের তরফে পঞ্চায়েতের দেওয়া তথ্য যাচাই করে দেখা হয়। নম্বর বদলে যেত পারে তখনও। এ ভাবে মুষ্টিমেয়ই কিছু পঞ্চায়েত তালিকায় টিকে থাকে। তারপর কেন্দ্র থেকে রাজ্যের দেওয়া তালিকাভুক্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে সরেজমিন তদন্ত আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারপরই মেলে পুরস্কার।

Advertisement

কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক থেকে এই পুরস্কার পাচ্ছে খয়রশোল, দুবরাজপুরের চিনপাই, সিউড়ি ২ ব্লকের দমদমা এবং লাভপুরের দ্বারকা। আগামীকাল, বুধবার সিউড়িতে জেলার ৫৩টি পঞ্চায়েতকে আনুষ্ঠানিক ভাবে নির্মল ঘোষণা উপলক্ষে বিশাল উৎসব উদযাপন করছে প্রশাসন। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়-সহ রাজ্যে ও জেলা প্রশাসনের শীর্ষকর্তারা উৎসবে থাকবেন। সাংবাদিক বৈঠকে এ খবর জানান জেলাশাসক পি মোহন গাঁধী।

পুরস্কারটি ২০১৪-১৫ অর্থবর্ষে পঞ্চায়েতের কাজের নিরিখে পাওয়া। তবে গত ২৪ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রকের অনুষ্ঠানেই পঞ্চায়েতগুলি ওই পুরস্কার নিতে পারত। কিন্তু সে সময় বিধানসভা নির্বাচন থাকায় সেটা সম্ভব হয়নি। পরে রাজ্য সরকারের কাছে ছ’টি পঞ্চায়েতের পুরস্কার পাঠিয়ে দেয় মন্ত্রক। পুরস্কার মূল্য ১৫ লক্ষ টাকা। পঞায়েতগুলির অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছে গিয়েছে বলে জানান এডিএম নিবিল ঈশ্বরারী।

পুরস্কার পেয়ে খুশি খয়রাশোলের প্রধান ভূপেন্দ্রনাথ ঘোষ, দমদমার উপপ্রধান এহসানুল হকরা (বকুল)। প্রশাসন সূত্রের খবর, এ বারও ৩৭টি পঞ্চায়েত পুরস্কারের লক্ষ্যে ঝাঁপাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement