LIbrary Closed

কর্মীর অবসর, গ্রন্থাগারে ঝুলল তালা

২০২০ সালে মানবাজারের মাঝপাড়ার ওই গ্রন্থাগারের গ্রন্থাগারিক তিমির দত্ত অবসর নেওয়ার পরে একমাত্র চতুর্থ শ্রেণির কর্মী অসিত যাবতীয় কাজকর্ম সামলাচ্ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মানবাজার শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ ০৯:৪৫
Share:

মানবাজার টাউন লাব্রেরি তালাবন্ধ। —নিজস্ব চিত্র।

বছরের শুরু দুঃসংবাদ বয়ে আনল বইপ্রেমীদের কাছে। কর্মীর অভাবে বন্ধ হয়ে গেল পুরুলিয়া জেলার আরও একটি গ্রন্থাগার। মানবাজার টাউন লাইব্রেরির একমাত্র কর্মী অসিত পুরোহিত গত ৩১ ডিসেম্বর অবসর নেওয়ায় গ্রন্থাগারে তালা পড়েছে। গ্রন্থাগার দফতরের পুরুলিয়া জেলা আধিকারিক সুমন চট্টোপাধ্যায়ের তবে আশ্বাস, আগামী সপ্তাহের মধ্যে কোনও এক গ্রন্থাগারিককে অতিরিক্ত দায়িত্ব দিয়ে মানবাজার টাউন লাইব্রেরি চালু রাখার ব্যবস্থা করা হবে।

Advertisement

২০২০ সালে মানবাজারের মাঝপাড়ার ওই গ্রন্থাগারের গ্রন্থাগারিক তিমির দত্ত অবসর নেওয়ার পরে একমাত্র চতুর্থ শ্রেণির কর্মী অসিত যাবতীয় কাজকর্ম সামলাচ্ছিলেন। অসিতের কথায়, “৩১ ডিসেম্বর অবসর নিয়েছি। কিন্তু দফতর থেকে কেউ দায়িত্ব নিতে না আসায় আমার কাছে চাবি রয়ে গিয়েছে। লাইব্রেরি পরিচালন সমিতি সব জানেন।”

মানবাজার টাউন লাইব্রেরির পরিচালন সমিতির সভাপতি তথা মানবাজার অঞ্চল তৃণমূল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী জানান, লাইব্রেরির একমাত্র কর্মী ৩১ ডিসেম্বর অবসর নেবেন, সে কথা আগেই জেলায় জানিয়েছেন। তবে কেউ এখনও দায়িত্ব নিতে আসেননি। তবে ফের লাইব্রেরি খুলবে, অপেক্ষায় কয়েক হাজার গ্রাহক। সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা যায়, জেলায় সরকার পোষিত গ্রন্থাগারের সংখ্যা ১১৭টি। গ্রন্থাগারিক ও কর্মীর অভাবে ২৭টি গ্রন্থাগার বন্ধ রয়েছে। অতিরিক্ত দায়িত্ব নিয়ে ২৫টি গ্রন্থাগার চালু রয়েছে। গ্রন্থাগারিকদের একাংশ জানান, তাঁরা দায়িত্ব ছাড়লে আরও ২৫টি গ্রন্থাগারে তালা পড়ে যাবে। সমস্যার কথা রাজ্য স্তরে ইতিমধ্যে জানানো হয়েছে, খবর জেলা গ্রন্থাগার দফতর সূত্রের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন