Handloom and Handcrafts

হস্তশিল্প পরিদর্শনে কেন্দ্র ও জাপানের প্রতিনিধিরা

তাঁতের শাড়ি, খাদি ও নকশি কাঁথা, সদ্য জিআই তকমা পাওয়া গরদ ও করিয়াল শাড়ি এবং শান্তিনিকেতন চামড়া সামগ্রী কী ভাবে তৈরি হচ্ছে তাও ঘুরে দেখেন জাপানের প্রতিনিধিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৩১
Share:

দেবানন্দপুর গ্রামে কেন্দ্র ও জাপানের প্রতিনিধিরা। রবিবার। —নিজস্ব চিত্র।

বীরভূমের হস্তচালিত তাঁত বস্ত্র এবং নানা ধরনের হস্তশিল্প সামগ্রী দেখতে রবিবার জেলায় এল ভারত সরকারের টেক্সটাইল কমিটির তিন সদস্য ও জাপানের প্রতিনিধিদের নিয়ে তৈরি একটি দল।

Advertisement

এ দিন দুপুরে ওই প্রতিনিধি দলটি বোলপুর এসে প্রথমেই শান্তিনিকেতন থানার অন্তর্গত দেবানন্দপুর গ্রামের সাধারণ পরিষেবা কেন্দ্র পরিদর্শন করে। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসকের (উন্নয়ন) বিশ্বজিৎ মোদক-সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। ওই কেন্দ্রে জেলায় কী কী ধরনের হস্তশিল্প সামগ্রী রয়েছে, কোন কোন সামগ্রীর চাহিদা সবচেয়ে বেশি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কী ভাবে তাঁদের শিল্পকর্ম সেখানে ফুটিয়ে তোলেন তা ঘুরে দেখে দলটি।

তাঁতের শাড়ি, খাদি ও নকশি কাঁথা, সদ্য জিআই তকমা পাওয়া গরদ ও করিয়াল শাড়ি এবং শান্তিনিকেতন চামড়া সামগ্রী কী ভাবে তৈরি হচ্ছে তাও ঘুরে দেখেন জাপানের প্রতিনিধিরা। সেই সঙ্গেই শিল্পীদের সুবিধা অসুবিধার কথাও এ দিন শোনেন এই প্রতিনিধি দলের সদস্যরা। প্রশাসনিক সূত্রের খবর, এ দিন ওই প্রতিনিধি দল শিল্পীদের হাতের তৈরি করা শিল্পকর্ম দেখে ও শিল্পীদের সঙ্গে কথা বলে যথেষ্ট সন্তুষ্ট হয়েছেন।

Advertisement

জেলার মানুষদের সৃষ্টি বিভিন্ন উৎপাদন সামগ্রীর ছবি, ভিডিয়ো তোলার পাশাপাশি কী কী ধরনের শিল্পকর্ম উৎপাদন করলে আন্তর্জাতিক বাজারে সেগুলির বিপণন সহজ হবে সে ব্যাপারেও এ দিন তাঁরা আলোচনা করার সঙ্গে নিজেদের মত প্রকাশ করেন। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বিশ্বজিৎ মোদক বলেন, “ওঁরা এ ধরনের শিল্পকর্ম পরিদর্শনে এসে যথেষ্টই সন্তুষ্ট হয়েছেন। আগামী দিনে তাঁরা ভারত এবং জাপানের যৌথ উদ্যোগে এই শিল্পকর্ম গুলির প্রসার করতে চান। সে ক্ষেত্রে জাপানের তরফে ভারত সরকারের মাধ্যমে সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও এ দিন প্রতিনিধি দলের সদস্যরা আমাদের আশ্বস্ত করেছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন