TMC Core Committee Meeting

আজ বসছে কোর কমিটি, নজরে সেই কেষ্ট-কাজল

তৃণমূল সূত্রের খবর, ১৪ জুন কলকাতায় ডাকা বৈঠকে কাজল ও অনুব্রতকে জানিয়ে দেওয়া হয়, যাঁর যেটা এলাকা, সেখানেই তিনি সীমাবদ্ধ থাকবেন।

বাসুদেব ঘোষ 

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ০৮:৪৫
Share:

(বাঁ দিকে) অনুব্রত মন্ডল এবং কাজল শেখ(ডান দিকে)।

সপ্তাহখানেক আগেই দলের শীর্ষ নেতৃত্বের তরফে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের এক সঙ্গে চলার বার্তা দেওয়া হয়েছে। বিশেষত, অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল ও জেলা সভাধিপতি কাজল শেখকে সতর্ক করে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে নিতে বলেছে দল। এই আবহে আজ, শনিবার বোলপুরে দলীয় কার্যালয়ে বসতে চলেছে কোর কমিটির বৈঠক। সেই বৈঠকে আরও একবার মুখোমুখি হওয়ার কথা কেষ্ট ও কাজলের। সেই দিকে নজর দলের সব নেতা-কর্মীর।

তৃণমূল সূত্রের খবর, ১৪ জুন কলকাতায় ডাকা বৈঠকে কাজল ও অনুব্রতকে জানিয়ে দেওয়া হয়, যাঁর যেটা এলাকা, সেখানেই তিনি সীমাবদ্ধ থাকবেন। কেউ অন্য কারও এলাকায় হস্তক্ষেপের চেষ্টা করবেন না। সে দিনই জেলা কমিটির বৈঠক ডাকা নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে দেখা যায়। দলের শীর্ষ নেতৃত্বের এই বার্তার পরে শনিবারের কোর কমিটির বৈঠক নিয়ে কৌতূহল রয়েছে দলের অন্দরে।

প্রসঙ্গত, দু'মাস পরে, গত ১৮ মে বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির শেষ বৈঠক বসেছিল। সেই বৈঠকের মাঝেই অনুব্রতকে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে সকলকে এক সঙ্গে নিয়ে চলার বার্তা দেন। পাশাপাশি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান যেন না হয় জেলায়, সেটাও দেখার নির্দেশ দেন অনুব্রতকে। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় মাসের দু’টি করে কোর কমিটির বৈঠক হবে। সেই মতো ১৪ জুন পরবর্তী কোর কমিটির বৈঠকের দিন ধার্য করা হয়। কিন্তু, ওই দিনই একুশে জুলাই সমাবেশের প্রস্তুতি হিসেবে কলকাতায় রাজ্য নেতৃত্ব বৈঠক ডাকায় কোর কমিটির বৈঠক বাতিল করে ২১ জুন ডাকা হয়।

দলীয় সূত্রের খবর, আজ, শনিবারের বৈঠকে কোর কমিটির সমস্ত সদস্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠক থেকে একুশে জুলাইয়ের প্রস্তুতির পাশাপাশি জেলার সংগঠন নিয়ে আলোচনা হবে। এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে প্রতিনিধি থাকার কথা। তৃণমূলের জেলা চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “মূলত একুশে জুলাইকে সামনে রেখেই এই বৈঠক। বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, সে মতোই দল চলবে। তার বাইরে কিছু হবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন