BJP

Bengal Politics: তৃণমূলে যোগ দিতে অনশন, গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধ’ করে সাঁইথিয়ার বিজেপি কর্মীদের ঘরে তুলল তৃণমূল

শুক্রবার সকাল ৮টা থেকে জেলার সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত বনগ্রাম অঞ্চলের তৃণমূল কার্যালয়ের সামনে অনশনে বসেন বিজেপি কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁইথিয়া শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১৭:২১
Share:

—নিজস্ব চিত্র।

বিজেপি করেও এলাকার উন্নয়ন করতে পারেননি বলে তাঁরা লজ্জিত। এমনই দাবি করলেন বীরভূমের প্রায় ৩০০ জন বিজেপি কর্মী। শুধু তা-ই নয়, সে কারণে তৃণমূলে যোগদানের আর্জিতে শুক্রবার সকাল থেকেই অনশনে বসেছিলেন তাঁরা। অবশেষে তাঁদের দলে যোগদান করাল তৃণমূল। যদিও শিবির বদলানো সকলকেই রীতিমতো গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’-এর পর দলে নিয়েছেন জোড়াফুল শিবিরের নেতারা।

শুক্রবার সকাল ৮টা থেকে জেলার সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত বনগ্রাম অঞ্চলের তৃণমূল কার্যালয়ের সামনে অনশনে বসেন বিজেপি কর্মীরা। অনশনকারী এক বিজেপি কর্মী অশোক মণ্ডলের কথায়, “আমরা এত দিন বিজেপি করলেও বনগ্রাম অঞ্চলের কোনও উন্নয়ন করতে পারিনি। উল্টে বিভিন্ন বিক্ষোভের জেরে আমাদের জন্যই এলাকার উন্নয়নে বাধা পেয়েছে। সে কারণে আমরা দুঃখিত এবং লজ্জিত। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে শামিল হওয়ার জন্য আমরা অনশন কর্মসূচি পালন করছি। যতক্ষণ না আমাদের তৃণমূলে যোগদান করানো হবে, ততক্ষণ অনশন চালিয়ে যাব। বনগ্রামের প্রধানের কাছে চিঠি দিয়ে স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিতে চাই।”

অনশনের প্রায় ৪ ঘণ্টায় পর শুক্রবার দুপুর ১২টা নাগাদ দলীয় কার্যালয়ে আসেন তৃণমূল নেতারা। অনশনকারী বিজেপি কর্মীদের গায়ে গঙ্গাজল ছিটিয়ে তাঁদের ‘শুদ্ধিকরণ’ করেন তাঁরা। বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে তাঁদের দলে যোগদান করানো হয়।

Advertisement

জেলার বিজেপি কর্মীদের দলে নিলেও তাঁদের রীতিমতো বাছবিচার করেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি অভিজিৎ সিংহ। তিনি বলেন, “বিজেপি কর্মীদের দেখেশুনে দলে যোগদান করানো হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন