চুরির কিনারা চেয়ে অবরোধ ময়ূরেশ্বরে

থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দোকানে সিঁধ কেটে দশ দিনের মাথায় দু’বার চুরি। অথচ সেই চুরির কোনও কিনারাই করতে পারেনি পুলিশ। তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে পথ অবরোধ করলেন ব্যবসায়ীরা। শনিবার ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার ক্যানাল অফিস মোড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ময়ূরেশ্বর শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৩
Share:

ক্যানাল অফিস মোড়ে পথ অবরোধে সামিল ব্যবসায়ীরা। (ইনসেটে) এ ভাবেই দেওয়াল ভেঙে হয়েছে চুরি। —নিজস্ব চিত্র

থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দোকানে সিঁধ কেটে দশ দিনের মাথায় দু’বার চুরি। অথচ সেই চুরির কোনও কিনারাই করতে পারেনি পুলিশ। তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে পথ অবরোধ করলেন ব্যবসায়ীরা। শনিবার ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার ক্যানাল অফিস মোড়ে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ২২ অগস্ট স্থানীয় কালীময় সরকারের মুদিখানার দোকানে এক্সহস্ট ফ্যানের ভেন্টিলেটার ভেঙে ভিতরে ঢুকে নগদ ৪০ হাজার টাকা-সহ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শুক্রবার রাতেও একই কায়দায় দুষ্কৃতীরা ওই দোকানে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। দোকানে ঢুকতে না পারলেও লাগোয়া নিত্যরঞ্জন মণ্ডলের মুদিখানার দোকানের জানলা এবং তারাপদ সরকারের মুদিখানার দোকানের পিছনে সিঁধ কেটে ভিতরে ঢুকে নগদ টাকা-সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় তারা। সকালে ওই ঘটনা প্রকাশ্যে আসার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। সকাল সাড়ে ৮টা থেকে ময়ূরেশ্বরেরই ক্যানাল অফিস মোড়ে সাঁইথিয়া-রামপুরহাট সড়ক অবরোধ করেন তাঁরা। ঘণ্টাখানেক পর অবশ্য পুলিশের আশ্বাসেই অবরোধ ওঠে।

স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন রুজ জানান, ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থানা। রাতে এলাকায় সিভিক ভলান্টিয়ার্সের পাহারা রয়েছে। তা সত্ত্বেও একের পর এক চুরি হয়ে যাচ্ছে। অথচ পুলিশ কোনও কিনারাই করতে পারছে না। তাই তাঁরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন। পুলিশ জানায়, চুরির কিনারার চেষ্টা চলছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন