বক্রেশ্বরে তোরণ গড়বে পর্ষদ

সামনে পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতে নতুন উন্নয়ন পর্ষদ এলাকার উন্নয়নে ঠিক কী কী পদক্ষেপ করছে, এলাকার মানুষের কাছে তা তুলে ধরে বক্রেশ্বরে ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০১:০১
Share:

হুঙ্কার: বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

সামনে পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতে নতুন উন্নয়ন পর্ষদ এলাকার উন্নয়নে ঠিক কী কী পদক্ষেপ করছে, এলাকার মানুষের কাছে তা তুলে ধরে বক্রেশ্বরে ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে বক্রেশ্বর ধামে সভা করে তৃণমূল। সেখানে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, দুবরাজপুরের বিধায়ক নরেশ বাউড়ি, বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের সভাপতি তথা বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পাণ্ডে, পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী ঘোষ, রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার সাধু এবং এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা।

গত কয়েকটি সভা থেকেই নিয়ম করে জেলার প্রতিটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনে ক্ষমতায় আসার দাবি করে আসছিলেন অনুব্রত। এ দিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে সেই একই দাবি করলেন অনুব্রত। বললেন, ‘‘আমি মোদীকে চ্যালেঞ্জ করছি, বীরভূমের একটি আসনও বিরোধীরা পাবেন না।’’ গত জুলাইয়ে গঠিত হয়েছে বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ। কমিটি গঠন করে কাজও শুরু হয়েছে। প্রাথমিক ভাবে ২ কোটি ৫১ লক্ষ টাকায় বক্রেশ্বর মন্দির সংলগ্ন রাস্তা, পানীয় জল নিকাশি ব্যবস্থা, আলো, শশ্মান সংস্কার, নিকাশি ব্যবস্থা, আলো, পানীয় জল-সহ যে ৯টি প্রকল্পে হাত পড়েছে, তার কথা জানান সভাধিপতি। দুবরাজপুরের নিরাময় এলাকায় একটি তোরণ গড়ার ঘোষণাও করেন অনুব্রত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement