তৃণমূল বিধায়কের বাড়ির কাছেই বোমাবাজি বীরভূমে, তদন্তে পুলিশ

তৃণমূল বিধায়কের বাড়ির কাছেই বোমাবাজি ঘিরে চাঞ্চল্য বোলপুরের জামবুনি এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৪:৩৯
Share:

এই ক্লাবঘরের পাশেই হয়েছে বোমাবাজি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

তৃণমূল বিধায়কের বাড়ির কাছেই বোমাবাজি ঘিরে চাঞ্চল্য বোলপুরের জামবুনি এলাকায়। মঙ্গলবার রাতে জামবুনির মোহনপল্লী স্পোটিং ক্লাবের সামনে হয়েছে বোমাবাজি। এই ক্লাব থেকে মাত্র ৫০ মিটার দূরেই বীরভূমের দুবরাজপুরের বিধায়ক নরেশচন্দ্র বাউড়ির বাড়ি। মঙ্গলবার রাতে বোমাবাজি হলেও পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ। ক্লাবের গেটের কাছে বোমার সুতলি পড়ে থাকতে দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা বোমাবাজির কথা বললেও তা অস্বীকার করেছেন নরেশচন্দ্র। তাঁর দাবি, সামান্য চকলেট বোমা ফেটেছে। এই ঘটনাকে গুরুত্ব দিতেও রাজি নন তিনি। যদিও স্থানীয় ব্যবসায়ী সেখ সামসুল বলেছেন, ‘‘আমি রোজ সকালেই এই এলাকায় সব্জির ব্যবসা করি। আজ সকালে এসে শুনলাম বোমাবাজি হয়েছে।’’

ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। বিধায়কের বাড়ির কাছে বোমাবাজির পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement