বিজেপি-র পার্টি অফিস ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার
বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর, বোমাবাজি এবং দুই কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনা শুক্রবার ইলামবাজারের বাজার এলাকার। শনিবার লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগকে পূর্ব পরিকল্পিত এবং সাজানো ঘটনা বলে দাবি তৃণমূলের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি জাফারুল ইসলাম অভিযোগ মানেননি।
কলাভবন-কাণ্ডে জেরা
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন
সেরামিকের তৃতীয় বর্ষের ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বিশ্বভারতীর কলাভবনের দুই অধ্যাপক এবং এক ছাত্রীকে শনিবার রাতে জেরা করল পুলিশ। বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, এ দিন কলাভবনের অধ্যক্ষ শিশির সাহানা, ডিজাইনের বিভাগীয় প্রধান গৌতম দাস এবং এসজিআরসি-র ছাত্রী প্রতিনিধিকে ডাকা হয়েছিল। তাঁদের দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়।