টুকরো খবর

গঙ্গাজলঘাটি যুব তৃণমূলের ব্লক সভাপতি পরিবর্তন করা হল। ওই পদে থাকা ধবল সিংহকে সরিয়ে আনা হল চঞ্চল নায়ককে। কার্যকরী সভাপতি হলেন তারাশঙ্কর মণ্ডল। সংগঠনের জেলা সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, “বয়স বেড়ে যাওয়ায় ধবলবাবুকে সরিয়ে চঞ্চলকে যুব তৃণমূলের গঙ্গাজলঘাটি ব্লক সভাপতি করা হয়েছে। চঞ্চলকে সামনে রেখেই ওই ব্লকে বিরোধীদের বিরুদ্ধে লড়ব আমরা।”গঙ্গাজলঘাটির ব্লক নেতা প্রদীপ চক্রবর্তীর সঙ্গে ব্লকেরই লটিয়াবনি অঞ্চলের নেতা নিমাই মাজির দ্বন্দ্ব এলাকায় নতুন নয়।

Advertisement
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৪ ০১:১২
Share:

ব্লক যুব নেতৃত্বে বদল তৃণমূলে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি

গঙ্গাজলঘাটি যুব তৃণমূলের ব্লক সভাপতি পরিবর্তন করা হল। ওই পদে থাকা ধবল সিংহকে সরিয়ে আনা হল চঞ্চল নায়ককে। কার্যকরী সভাপতি হলেন তারাশঙ্কর মণ্ডল। সংগঠনের জেলা সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, “বয়স বেড়ে যাওয়ায় ধবলবাবুকে সরিয়ে চঞ্চলকে যুব তৃণমূলের গঙ্গাজলঘাটি ব্লক সভাপতি করা হয়েছে। চঞ্চলকে সামনে রেখেই ওই ব্লকে বিরোধীদের বিরুদ্ধে লড়ব আমরা।”গঙ্গাজলঘাটির ব্লক নেতা প্রদীপ চক্রবর্তীর সঙ্গে ব্লকেরই লটিয়াবনি অঞ্চলের নেতা নিমাই মাজির দ্বন্দ্ব এলাকায় নতুন নয়। প্রদীপবাবুকে পদ থেকে সরানোর দাবিতে রাস্তায় নেমে মিছিল পর্যন্ত করেছেন নিমাইবাবুর অনুগামীরা। এলাকায় সিন্ডিকেট চালানোর অভিযোগ তুলে প্রদীপবাবুর বিরুদ্ধে লিখিত ভাবে দলের জেলা নেতাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রদীপবাবুকে ‘নির্দোষ’ বলে দাবি করে নিমাইবাবুর সমালোচনায় মুখর হয়েছিলেন দলের একাংশ। যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ধবলবাবু প্রদীপবাবুর গোষ্ঠীর লোকজন বলেই পরিচিত। অন্য দিকে, চঞ্চলবাবু ও তারাশঙ্করবাবু দু’জনেই নিমাইবাবু ঘনিষ্ঠ। যুব তৃণমূলের এই পরিবর্তনে স্বভাবতই খুশি ছড়িয়েছে নিমাইবাবুর অনুগামীদের মধ্যে। অন্যদিকে এই পরিবর্তনের বিষয়ে কোনও খবর পাননি বলেই জানিয়েছেন প্রদীপবাবু। তিনি বলেন, “দলগত ভাবে যুব তৃণমূলের সভাপতি পরিবর্তন হয়েছে বলে আমাকে জানানো হয়নি।” নিমাইবাবুর বক্তব্য, “চঞ্চল ও তারাশঙ্কর দু’জনেই দক্ষ সংগঠক। এতে দলের লাভই হবে।” শিবাজীবাবু বলেন, “দক্ষতা দেখেই পদ দেওয়া হয়েছে।”

Advertisement

গণর্ধষণের নালিশ, ধৃত

নিজস্ব সংবাদদাতা • হুড়া

এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সন্তোষ মুর্মু, ননীগোপাল মুর্মু ও অনন্ত মুর্মুর বাড়ি হুড়া থানার খড়বোনাটোলা গ্রামে। সোমবার রাতে পুলিশ তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গত শনিবার কাশীপুর থেকে কাজ সেরে এক তরুণী হুড়া থানা এলাকায় তাঁর বাড়িতে ফিরছিলেন। স্থানীয় দেউলি গ্রামের অদূরে তাঁর উপরে নির্যাতন হয় বলে অভিযোগ। সোমবার ওই তরুণী নিজেই থানায় অভিযোগে জানান, তাঁর বাড়ির পথে একটি জোড় রয়েছে। সেই জোড় পার হওয়ার সময় তিনজন তাঁকে জোর করে নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। সন্ধ্যায় ওই তরুণী বেশ কিছুক্ষণ ফাঁকা জায়গায় পড়েছিলেন। তারপর নিজেই তিনি উঠে বাড়ি ফেরেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার পুরুলিয়া আদালতে ধৃতদের তোলা হলে তাদের ৬ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

ধৃত হোটেল মালিক

নিজস্ব সংবাদদাতা • হিড়বাঁধ

বেআইনি ভাবে দেশি ও বিদেশী মদ বিক্রি এবং মজুতের অভিযোগে এক হোটেল মালিককে গ্রেফতার করল হিড়বাঁধ থানার পুলিশ। ধৃতের নাম প্রসেনজিৎ মহান্তি। তাঁর বাড়ি হিড়বাঁধের ব্রহ্মডাঙায়। পুলিশ জানিয়েছে, লেদাকেন্দির কাছে ওই ব্যবসায়ীর একটি হোটেল রয়েছে। দীর্ঘদিন ধরে ওই হোটেলে বেআইনি ভাবে দেশি ও বিদেশি মদ মজুত এবং বিক্রি করা হচ্ছে বলে খবর পেয়ে সোমবার রাতে সেখানে হানা দেয় পুলিশ। পুলিশের দাবি, হোটেল থেকে শতাধিক বোতলের দেশি ও বিদেশি মদ আটক করা হয়। মঙ্গলবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক তিনদিন জেল হাজতের নির্দেশ দেন।

বিজেপিতে যোগদান

সিপিআই ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নিতুড়িয়া এলাকার সিপিআই-এর কিছু নেতা কর্মী। সম্প্রতি নিতুড়িয়ায় একটি অনুষ্ঠানে সিপিআই ছেড়ে আসা ওই নেতা-কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি বিকাশ বন্দ্যোপাধ্যায়। বিজেপির দাবি, তাদের দলে যোগ দিয়েছেন নিতুড়িয়ায় সিপিআই-এর ব্লক সম্পাদক সঞ্জয় সাউ ও দলের জেলা কমিটির আমন্ত্রিত সদস্য জনার্দন মিশ্র। বস্তুত এতদিন পুরুলিয়াতে তৃণমূল ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা ঘটলেও বামপন্থী দল থেকে বিজেপিতে যোগ দেওয়ার উল্লেখযোগ্য নজির ছিল না। সঞ্জয়বাবুর অভিযোগ, “তৃণমূলকে রুখতে বামপন্থী শীর্ষ নেতারা কার্যত নিষ্ক্রিয়। তাই বিজেপিতে যোগ দিয়েছি।”

পথ দুর্ঘটনায় মৃত্যু দু’জনের

পৃথক দু’টি দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। মৃতেরা হলেন নলহাটি থানার জগধারী গ্রামের রঘুনাথ লেট (২৫), দেবব্রত ঘোষ (৩৫)। তাঁর বাড়ি হাওড়া জেলার পাঁচলা থানার দেউলপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলহাটির বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চল এলাকায় লখনামাড়া গ্রামের কাছে একটি ড্রাম্পার উল্টে গেলে রঘুনাথের মৃত্যু হয়। অন্য দিকে, চলন্ত ট্রেনে উঠতে রেললাইনে পড়ে গিয়ে কাটা পড়েন দেবব্রতবাবু। সোমবার সকালে রামপুরহাট স্টেশনের ঘটনা।

খাদানে পড়ে মৃত্যু যুবকের

পাথর খাদানে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায় মৃত যুবকের নাম তাজিরুল মোল্লা (৪০)। বাড়ি নলহাটি থানার হরিওকা গ্রামে। মঙ্গলবার সকালে নলহাটি থানার বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চল এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লখনামাড়া এলাকার একটি পাথরখাদানে সকালে কাজ করার সময় অসাবধানতায় খাদানে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান ওই যুবক। রামপুরহাট হাসপাতালে কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়।

অফিস ঘেরাও

নিজস্ব সংবাদদাতা • হুড়া

৬ মাস পেরিয়ে গিয়েছে। অথচ একশো দিন প্রকল্পে কাজ করেও মজুরি মেলেনি। প্রতিবাদে সোমবার ভারত কৃষক খেতমজুর সমিতির নেতৃত্বে লক্ষণপুর পঞ্চায়েত এলাকার শ্রমিকেরা হুড়া ব্লক অফিস ঘেরাও করেন। শ্রমিকদের অভিযোগ, পুকুর সংস্কারের কাজ করেছেন প্রায় ৬ মাস আগে। ব্যাঙ্কে যাঁদের অ্যাকাউন্ট রয়েছে তাঁরা মজুরি পেয়ে গিয়েছেন। যাঁদের ডাকঘরে অ্যাকাউন্ট রয়েছে তাঁরা মজুরি পাননি। হুড়ার বিডিও সুব্রত পালিত বলেন, “কিছু শ্রমিকের মজুরির টাকা সিস্টেম ট্রান্সফারের আওতায় থাকায় দেরি হচ্ছে। সমস্যা কোথায়, শ্রমিকদের প্রতিনিধিদের বুঝিযে দেওয়া হয়েছে।”

ঝুঁকির পারাপার। সিউড়ির হাটজনবাজারের লেভেল ক্রসিংয়ে। —নিজস্ব চিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement