বিয়ের গাড়ি উল্টে জখম পাঁচ

এক শিশুকে বাঁচাতে গিয়ে উল্টে গেল বিয়ের গাড়ি। জখম হলেন গাড়ির চালক-সহ অন্তত পাঁচ জন। সামান্য চোট পেলেও বর-কনে রক্ষা পেয়েছেন। শনিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে খয়রাশোলের পাঁচড়ায়, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। আহতদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০০:৪০
Share:

-দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি।— নিজস্ব চিত্র

এক শিশুকে বাঁচাতে গিয়ে উল্টে গেল বিয়ের গাড়ি। জখম হলেন গাড়ির চালক-সহ অন্তত পাঁচ জন। সামান্য চোট পেলেও বর-কনে রক্ষা পেয়েছেন। শনিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে খয়রাশোলের পাঁচড়ায়, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। আহতদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর রাজনগরের মাধাইপুর থকে বউ নিয়ে ফিরছিলেন দুর্গাপুরের ময়ানগরের বাসিন্দা সমীর অঙ্কুর। আত্মীয় পুরহিত শিশু ও চালক মিলিয়ে গাড়িটিতে ১৪ জন ছিল। পাঁচড়ার কাছে হঠাৎ একটি বাচ্চাকে রাস্তা পার হতে দেখে জোরে ব্রেক কষেন চালক। তখনই গাড়িটি উল্টো দিকে ঘুরে গিয়ে উল্টে যায়। রাস্তার ধারে থাকা একটি সাইকেল ও বাইক গাড়িটির নীচে চাপা পড়ে। ক্ষতিগ্রস্থ গাড়িটি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয় বাসিন্দা। দুবরাজপুর হাসপাতাল অবশ্য জানিয়েছে একমাত্র চালক ছাড়া সকলেই বিপদমুক্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement