নিতুড়িয়ায় খনিকর্মীকে আটক করল সিবিআই

অবসরপ্রাপ্ত কর্মীর পেনশনের ফাইল তৈরি করার জন্য ঘুষ নেওয়ার অভিযোগে ইসিএলের এক কর্মীকে আটক করল সিবিআই। ঘটনাটি পুরুলিয়ার নিতুড়িয়ায়, পারবেলিয়া কয়লাখনির। আটক ওই কর্মী পারবেলিয়ার পেনশন বিভাগে কাজ করেন। ইসিএল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পারবেলিয়া বাজারের একটি মুদি দোকান থেকে ওই খনিকর্মীকে আটক করেন সিবিআইয়ের আধিকারিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নিতুড়িয়া শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ০০:৩৪
Share:

অবসরপ্রাপ্ত কর্মীর পেনশনের ফাইল তৈরি করার জন্য ঘুষ নেওয়ার অভিযোগে ইসিএলের এক কর্মীকে আটক করল সিবিআই। ঘটনাটি পুরুলিয়ার নিতুড়িয়ায়, পারবেলিয়া কয়লাখনির। আটক ওই কর্মী পারবেলিয়ার পেনশন বিভাগে কাজ করেন।

Advertisement

ইসিএল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পারবেলিয়া বাজারের একটি মুদি দোকান থেকে ওই খনিকর্মীকে আটক করেন সিবিআইয়ের আধিকারিকেরা। অভিযোগ, পারবেলিয়া কয়লাখনির এক অবসরপ্রাপ্ত কর্মীর পেনশনের নথি তৈরি করার জন্য দশ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন আটক ব্যক্তি। সম্প্রতি ওই অবসরপ্রাপ্ত কর্মী অভিযোগ জানান সিবিআইয়ে। এ দিন ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থার কলকাতা অফিসের কয়েক জন কর্মী ডিএসপি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে পারবেলিয়ায় অভিযান চালান। বেলা এগারোটা নাগাদ আটক ব্যক্তির কথা মতো ওই অবসরপ্রাপ্ত কর্মী পারবেলিয়ার একটি মুদির দোকানে ঘুষের দশ হাজার টাকা দিয়ে এসেছিলেন। পরে আটক ব্যক্তি সেই টাকা নিতে দোকানে যান। দোকানদারের কাছ থেকে টাকা নেওয়ার সময়ে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন লুকিয়ে থাকা সিবিআই অফিসারেরা। একই সঙ্গে আটক করা হয়েছে মুদি দোকানের মালিককে।

পরে পেনশন বিভাগের ওই কর্মীকে নিয়ে সিবিআই তাঁর অফিসে গিয়ে পেনশন সংক্রান্ত বিভিন্ন নথি খতিয়ে দেখে। এ দিন দুপুরে কয়লাখনির চিফ মাইনিং ইঞ্জিনিয়ারের কার্যালয়ে তাঁকে বসিয়ে দীর্ঘ জেরা করা হয়। এ দিকে ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে কর্মীর আটক হওয়ার খবর চাউর হতেই খনি অফিসে উপস্থিত হয়েছিলেন ইসিএলের বহু কর্মী। তাঁরাও তাঁদের এই ধরনের বিভিন্ন সমস্যার কথা সিবিআইয়ের আধিকারিকদের জানান। নির্দিষ্ট নথি নিয়ে ওই কর্মীদের তাদের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে সিবিআই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন