জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। বুধবার দুপুরে নলহাটির ভদ্রপুরের ঘটনা। বাড়ির সকলের অলক্ষ্যে স্থানীয় ভোলা শেখের যমজকন্যার এক জন হাসিনা খাতুন (২) লাগোয়া পুকুরে পড়ে যায়। কিছু ক্ষণ পরে স্থানীয় বাসিন্দাদের একাংশ মৃত অবস্থায় ওই শিশুটিকে পুকুরের জলে ভাসতে দেখতে পান। তাঁরাই শিশুটিকে উদ্ধার করেন।