পুরুলিয়াতে সেজে উঠছে মুখ্যমন্ত্রীর সভাস্থল।ছবি: অভিজিৎ সিংহ ও সুজিত মাহাতো।
চল্লিশের নীচে নামছে না তাপমানের পারদ। সোমবারের চেয়ে মঙ্গলবার সামান্য চড়ল তাপমাত্রা। তাই প্রবল গরমে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় লোক আনতে মাঠে নেমেছে তৃণমূল।
সোমবার পুরুলিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা সামান্য বেড়েছে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরেই উঠতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সোমবার কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হলেও পুরুলিয়ায় এখনও কালো মেঘের ভ্রূকুটি দেখা যায়নি। তারমধ্যেই বৃহস্পতিবার বেলা তিনটেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে বেলকুঁড়ি মাঠে।
জেলাশাসক অলকেশপ্রসাদ রায় জানিয়েছেন, পুরুলিয়া শহরে প্রশাসনিক বৈঠক হবে আজ, বুধবার বিকেল সাড়ে পাঁচটায়। বৃহস্পতিবার বিকেলে তিনটেয় হবে প্রশাসনিক সভা।
প্রশাসনিক সভা হলেও মাঠ ভারানোর দায়িত্ব তৃণমূল নেতৃত্বের উপরেই। তার উপরে এই সভা হচ্ছে জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর খাসতালুকে। কোন এলাকা থেকে কত লোক নেতাদের নিয়ে আসতে হবে, এই মর্মে দল ইতিমধ্যে একটি বৈঠকও করেছে। কিন্তু যে ভাবে দিনে দিনে তাপমাত্রার পারদ পাল্লা দিয়ে বাড়ছে, তাতে নেতাদের কপালে ভাঁজ পড়েছে। দলের এক শীর্ষ নেতার কথায়, রোদ এতটা না থাকলে মাঠ উপচে পড়ত লোকে। কেন না দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটাই মুখ্যমন্ত্রীর প্রথম প্রকাশ্য প্রশাসনিক সভা। তবে প্রশাসনের এক আধিকারিক জানালেন, সভাস্থলে মাথার উপরে ছাউনি রাখা হচ্ছে, যাতে সরাসরি রোদ না লাগে।