Hasin Jahan

মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান ফের বিতর্কে, জমি বিবাদে প্রতিবেশীকে হেনস্থার অভিযোগ

অভিযোগ, শুক্রবার প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বচসায় জড়িয়ে পড়েন হাসিন। বচসার জেরে প্রতিবেশীকে ধাক্কাও মারেন তিনি। স্থানীয়েরা সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। সেই ছবি ভিডিয়ো সমাজমাধ্যমে আসতেই তা ছড়িয়ে পরে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ০২:৪৮
Share:

মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। —ফাইল চিত্র।

জমি বিবাদের জেরে ভারতীয় জোরে বোলার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের সঙ্গে প্রতিবেশীর গণ্ডোগোলের ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু নতুন বিতর্ক। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবি এবং ভিডিয়োতে দেখা গিয়েছে প্রতিবেশীর সঙ্গে ধাক্কাধাক্কা করছেন হাসিন (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। বীরভূমের সিউড়ীর ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা।

Advertisement

—নিজস্ব চিত্র।

অভিযোগ, শুক্রবার প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বচসায় জড়িয়ে পড়েন হাসিন। বচসার জেরে প্রতিবেশীকে ধাক্কাও মারেন তিনি। স্থানীয়েরা সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। সেই ছবি ভিডিয়ো সমাজমাধ্যমে আসতেই তা ছড়িয়ে পরে। ঘটনার পর হাসিন এবং তাঁর প্রতিবেশী দু’পক্ষই সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হাসিন ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের স্বামী কাজী ফরজুদ্দিনের নামেও অভিযোগ দায়ের করেন। ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারাও রাতে সিউড়ি থানায় দ্বারস্থ হন হাসিনের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, কিছু হলেই বিভিন্ন ধরনের মিথ্যা মামলার ভয় দেখান হাসিন। অকথ্য ভাষা ব্যবহার করেন। এ বিষয়ে হাসিনকে প্রশ্ন করা হলেও তিনি প্রকাশ্যে কিছু বলতে চাননি।

এই ঘটনার পর ৫ নম্বর তৃণমূল কাউন্সিলারের স্বামী কাজী ফরজুদ্দিন বলেন, “হাসিনের মাথায় সমস্যা আছে। জমি দখল করা নিয়ে ওঁর বিরুদ্ধে অভিযোগ আছে। শুধু তা-ই নয় পুরসভা থেকে লোকজন বাড়িতে এলে তাঁদের সঙ্গেও খারাপ আচরণ করেন, গায়ে থুথু দিয়ে দেন। এই ঘটনায় স্থানীয় কিছু মহিলা প্রতিবাদ করাতে তাঁদেরকেও তিনি মারধর করেন।” তিনি আরও বলেন, “হাসিনের মাথায় ছিট আছে। না হলে এ রকম পাগলামো কেউ করতে পারে না। তিনি তাঁর পরিবারের সকলের নামে মামলা করেছেন। তাঁর প্রথম স্বামীর সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ দুটোই আমার বাড়ির নিচে হয়। আমার বাড়িতে আশ্রিতা হিসাবে ছিলেন। পাড়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। উনি কেস করতে ভালবাসেন। সুস্থ স্বাভাবিক পরিবেশকে নষ্ট করেন। আইন আইনের পথে চলবে। জোড় করে অন্যায় ভাবে কেই কারও জায়গা দখল করতে পারবে না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement