বাঁকুড়ার ঠিকাদার খুন, গ্রেফতার এক মহিলা-সহ ৫

বাঁকুড়ার এক ঠিকাদারকে ধানবাদে তুলে নিয়ে গিয়ে হাত-পা ভেঙে আগুনে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার রাতে দুর্গাপুর থেকে এক মহিলা-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, নিহত ঠিকাদারের নাম বিপুল রায়চৌধুরী (৪৬)। তিনি বাঁকুড়া শহরের প্রতাপবাগানের বাসিন্দা ছিলেন। রবিবার ধৃতদের বাঁকুড়া আদালতে তোলা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ১৬:৪৯
Share:

বিপুল রায়চৌধুরী।

বাঁকুড়ার এক ঠিকাদারকে ধানবাদে তুলে নিয়ে গিয়ে হাত-পা ভেঙে আগুনে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার রাতে দুর্গাপুর থেকে এক মহিলা-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, নিহত ঠিকাদারের নাম বিপুল রায়চৌধুরী (৪৬)। তিনি বাঁকুড়া শহরের প্রতাপবাগানের বাসিন্দা ছিলেন। রবিবার ধৃতদের বাঁকুড়া আদালতে তোলা হয়।

Advertisement

পুলিশের দাবি, ওই ঘটনায় ধৃত পাঁচ জন ছাড়াও শেখ উজ্জ্বল নামে আরও এক জন জড়িত ছিল। দুষ্কৃতীদের নিজেদের মধ্যে গোলমালে তাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। শনিবার গভীর রাতে বিপুলবাবুর আধপোড়া দেহ তাঁর বাড়িতে নিয়ে আসা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে শ্রাবণী মণ্ডল দুর্গাপুরে একটি স্পা-এর কর্মী। বাকি ধৃতেরা হল শেখ সরাফত আলি, কাদের শেখ, গুলাই শেখ ও বাপি শেখ। এই চার জন আদতে মুর্শিদাবাদের বাসিন্দা হলেও বছরখানেক ধরে তারা দুর্গাপুরে কাঠের আসবাবপত্র তৈরির কাজ করত। তাদের কয়েক জনের সঙ্গে বিপুলবাবুর পূর্বপরিচয় ছিল বলে দাবি পুলিশের।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিপুলবাবু কল্যাণীতে একটি ফ্ল্যাট কেনার জন্য গিয়েছিলেন। সেখান থেকে গত মঙ্গলবার তিনি বাড়ি ফিরছিলেন। পুলিশের দাবি, শ্রাবণী তাঁকে ফোন করে তাঁর সঙ্গে দেখা করতে ডাকেন। বিপুলবাবু এলে তাঁকে মাদক মেশানো খাবার খাইয়ে অচেতন করে দলবল নিয়ে ধানবাদে নিয়ে যাওয়া হয়। পরের দিন তাঁকে সেখানেই হাত-পা ভেঙে আগুনে পুড়িয়ে খুন করা হয়। এরই মধ্যে বিপুলবাবুর পরিবারের সঙ্গে ফোনেও যোগাযোগ করে শ্রাবণী। কিন্তু, খুনের বিষয়টি চেপে যায় সে। ইতিমধ্যে বিপুলবাবুর পরিবার বাঁকুড়া থানায় তাঁর অপহরণের অভিযোগ জানায়। মোবাইল টাওয়ারের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। দেহও উদ্ধার হয়। এ দিন দুপুরে ধৃতদের আদালতে তোলা হয়।

ছবি: অভিজিৎ সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন