দু’দিন যেতেই বিকল এসি বাস, ক্ষুব্ধ যাত্রীরা

গত ২২মে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকেই জেলা সদর থেকে কলকাতাগামী এসি বাস চালানোর দাবি উঠে। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী পরিবহণ সচিব অলাপন বন্দ্যোপাধ্যাকে বিষয়টি দেখতে বলেন।ঠিক হয়, সিউড়ি এবং বোলপুর দুটি শহর থেকেই কলকাতাগামী এসি বাস চালাবে দক্ষিণবঙ্গ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা ও সিউড়ি শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ০১:৫০
Share:

থমকে: এসি বাস। নিজস্ব চিত্র।

ভরসা পেয়েছিলেন মুখ্যমন্ত্রীর হাতে সিউড়ি-কলকাতা বাতানুকুল বাস চলাচলের সূচনায়। কিন্তু বৃহস্পতিবার সকালে বাসে উঠে মোহভঙ্গ ঘটল জেলার যাত্রীদের। ৩২০ টাকা দিয়ে টিকিট কেটে বাতানুকুল বাসের সওয়ারি হয়ে কলকাতা যেতে চেয়েছিলেন যাঁরা, ব্রেক খারাপ হওয়ার কারণে শক্তিগড় পৌঁছেই নেমে যেতে হল তাঁদের! যাত্রীদের অভিযোগ, ‘‘প্রায়ই এসি খারাপ। গায়ে জল পড়েছে। দরজা ঝাল দেওয়া, ঠিকমতো লাগানো যাচ্ছে না। সিট নড়ছে। আর বৃহস্পতিবার ব্রেকফেলের ঘটনা ঘটল।’’

Advertisement

রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাথমিক প্রতিক্রিয়া, ‘‘এমন হওয়া উচিৎ নয়।’’

উল্লেখ্য, গত ২২মে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকেই জেলা সদর থেকে কলকাতাগামী এসি বাস চালানোর দাবি উঠে। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী পরিবহণ সচিব অলাপন বন্দ্যোপাধ্যাকে বিষয়টি দেখতে বলেন। ঠিক হয়, সিউড়ি এবং বোলপুর দুটি শহর থেকেই কলকাতাগামী এসি বাস চালাবে দক্ষিণবঙ্গ। মুখ্যমন্ত্রীর কথা রাখতেই গত রবিবার ও মঙ্গলবার থেকে দুটি এসি বাস চালাতে শুরু করে এসবিএসটিসি। সিউড়ি–বোলপুর–কলকাতা বাসটি ছাড়ে ভোর সাড়ে ৫টায়। এটিতে বায়ো টয়লেট থাকে। এবং সিউড়ি-কলকাতা তার দেড় ঘণ্টা পরে সকাল ৭টায়।

Advertisement

সিউড়ির বাসিন্দা অনিন্দ্যসুন্দর রায় বলেন, ‘‘৭টার বাসে উঠেছিলাম, তাতে বায়ো টয়লেট ছিল না। মনে হয়েছিল নতুন বাস। কিন্তু আসনে বসতেই দেখি সিট পিছিয়ে যাচ্ছে। এসির জল পড়ছে।’’ তাঁর দাবি, শক্তিগড়ে বাস থামলে চালক জানায়, ব্রেক খারাপ। বর্ধমান ডিপো থেকে মিস্ত্রি এসে ঠিক করবে, তারপর যাবে। অনিন্দ্যবাবুরা জানান, শক্তিগড়ে প্রায় আধঘণ্টা অপেক্ষা করার পর জনা পঁচিশেক যাত্রী অন্য বাস ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে পড়েন। পরে দর্গাপুর থেকে কলকাতা-দীঘা গামী নন এসি বাসে চড়ে কলকাতার দিকে রওনা হয়। সকালে ডানকুনি যাওয়ার জন্য স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এসি বাসে উঠেছিলেন সিউড়ির ইন্দিরাপল্লির বাসিন্দা পেশায় শিক্ষক অরিন্দম মুখোপাধ্যায়। তাঁর প্রতিক্রিয়া, ‘‘কী বিপদ হত বলুন তো। বাসে উঠেই বোঝা যাচ্ছিল যে পুরনো বাসটিকে রঙ করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। কিন্তু সিটে বসতেই দেখি এসি লিক করে জল পড়ছে। তাও ঠিক ছিল, তাই বলে ব্রেকফেল!’’

মুখ্যমন্ত্রীর কথা রাখতে সত্যিই কী পুরনো বাস রঙ করে চালানো হচ্ছে? এসবিএসটিসি-র সিউড়ি ডিপো ইনচার্জ তাপস মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘যা জানার অফিসে এসে জানুন।’’ যে ব্যাবসায়ী সমিতির কথায় এসি বাস চালু হয়েছে তাঁদের পক্ষে সম্পাদক কিসান পাল বলছেন, ‘‘এতগুলো টাকা খরচ করে যদি এমন পরিষেবা মেলে তার থেকে বাস না চালানোই ভাল ছিল।’’

দুপুরে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, ‘‘বাসটি নতুনই ছিল। হয়তো কোনও যান্ত্রিক গোলযোগ হয়েছিল। পরে তা ঠিক করে কলকাতায় গিয়েছে। আজ শুক্রবার থেকে নতুন ভলভো বাস দেওয়া হবে সিউড়ি-কলকাতা রুটে।’’ জানা গিয়েছে, এসবিএসটিসি নয়, আজ শুক্রবার থেকে বাস চালাবে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লিউবিটিসি)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন