সেচ খাল সংস্কারের দাবি

নীয় ক্যানেল সংস্কারের দাবিতে সেচ দফতরে তালা ঝুলিয়ে দিল স্থানীয় বাসিন্দাদের একাংশ। সোমবার সকালে সেচ দফতরের ময়ূরাক্ষী উত্তর ক্যানাল অফিসের নলহাটি বিভাগীয় অফিসের ঘটনা। সেচ দফতরে তখন বিভাগীয় আধিকারিক সুকান্ত দাস-সহ সাত জন কর্মী অফিসে ছিলেন। সুকান্তবাবু বলেন, আন্দোলনকারীরা সংখ্যায় অনেকজন ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০০:৪৫
Share:

নীয় ক্যানেল সংস্কারের দাবিতে সেচ দফতরে তালা ঝুলিয়ে দিল স্থানীয় বাসিন্দাদের একাংশ। সোমবার সকালে সেচ দফতরের ময়ূরাক্ষী উত্তর ক্যানাল অফিসের নলহাটি বিভাগীয় অফিসের ঘটনা। সেচ দফতরে তখন বিভাগীয় আধিকারিক সুকান্ত দাস-সহ সাত জন কর্মী অফিসে ছিলেন। সুকান্তবাবু বলেন, আন্দোলনকারীরা সংখ্যায় অনেকজন ছিল। বাইরে থেকে তালা কিনে অফিসের ভিতরে থাকা বাইরের লোকজনদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। আধঘন্টা পরে পুলিশ এসে, তালা খোলার ব্যবস্থা করেন।

Advertisement

শিউড়া, নতুনগ্রাম, পাহাড়ি গ্রামের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন থেকে গ্রামের পাশ দিয়ে যাওয়া ক্যানাল সংস্কার ভালোভাবে না হওয়ার জন্য সব জায়গায় সেচের জল পৌঁছাচ্ছে না। এর ফলে সেচের জলের উপর নির্ভরশীল চাষীরা রবি মরসুম এবং খারিফ মরশুমে ধান চাষ ঠিক করতে পারছে না। এ বছর খরার ধান সেই জন্য ইচ্ছে থাকলেও অনেক চাষী করতে পারেননি। সামনে বর্ষা আসছে। সেচের জল যাতে সব জায়গায় পৌঁছয় সেই জন্য বেশ কিছু দিন আগে গ্রামবাসীরা সেচ দফতরের কাছে লিখিত ভাবে আবেদন জানিয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ না নেওয়ার জন্য সেচ দফতরে তালা লাগানো হয়।

সেচ দফতরের বিভাগীয় আধিকারিক সুকান্ত দাস বলেন, ‘‘ওই ক্যানালের পাড়ে ২০০০ সালের বন্যার পর প্রায় ১৪৫ জন অবৈধ ভাবে বসতি স্থাপন করেছে। এর ফলে ওই সমস্ত বাসিন্দাদের ঘরের জঞ্জাল ক্যানালে এসে পড়ে। এতে স্বাভাবিক ভাবে জল যাওয়ার গতি রোধ হচ্ছে। প্রায় প্রতিবছর মাটি কেটে সংস্কার করা হয়। এবছরও করতে যাওয়া হয়। কিন্তু কিছু লোক বাধা দেওয়ায় সেই কাজ বন্ধ হয়ে আছে। পরিবার গুলিকে অন্যত্র সরে যাওয়ার জন্য দীর্ঘদিন আগে বলা হয়েছে। কিন্তু তারা সরে না যাওয়ার জন্য সমস্যা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement