ছ’মাসে আসবে ৮ কোটি

জেলাশাসক জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পুরুলিয়া ২ ব্লকের ছড়রাতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা শিল্প পার্ক গড়ার কথা ঘোষণা করেছেন। সেই পার্কে আগামী ছ’ মাসের মধ্যে ২০০ কোটি টাকার বিনিয়োগ আসছে। ছড়রা শিল্প পার্কে প্রায় দু’হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও তাঁর দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ০৭:০০
Share:

আগামী ছ’ মাসের মধ্যে জেলায় আট কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে। মুখ্যমন্ত্রী ঘোষিত পুরুলিয়া ২ ব্লকের ছড়রা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও রঘুনাথপুরের নিতুড়িয়ায় এই বিনিয়োগ আসছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন পুরুলিয়া জেলাশাসক অলকেশপ্রসাদ রায়।

Advertisement

গত সেপ্টেম্বরে পুরুলিয়ায় বিনিয়োগের লক্ষ্যে জেলায় উদ্যোগপতিদের নিয়ে শিল্প সম্মেলন ‘সিনার্জি’-র আয়োজন করেছিল জেলা প্রশাসন। জেলাশাসক বলেন, ‘‘সেই সম্মেলনের পরে যে সমস্ত বিনিয়োগকারী জেলায় শিল্প গড়তে চেয়ে আবেদন করেছিলেন তাঁদের কিছু ক্ষেত্রে ছোটখাট সমস্যা দেখা দিচ্ছিল। কারও জমি নিয়ে কিছু সমস্যা ছিল। কারও ভর্তুকি সংক্রান্ত বিষয়ে। সমাধানের লক্ষ্যে এ দিন বিভিন্ন দফতর ও বিনিয়োগকারীদের নিয়ে বৈঠক করা হয়।’’ জমি সংক্রান্ত জট যেখানে রয়েছে সেই সমস্ত ফাইল সরাসরি তাঁর কাছে পাঠানোর জন্য এ দিন জেলাশাসক এ দিন শিল্প দফতরের আধিকারিকদের নির্দেশ দেন।

জেলাশাসক জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পুরুলিয়া ২ ব্লকের ছড়রাতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা শিল্প পার্ক গড়ার কথা ঘোষণা করেছেন। সেই পার্কে আগামী ছ’ মাসের মধ্যে ২০০ কোটি টাকার বিনিয়োগ আসছে। ছড়রা শিল্প পার্কে প্রায় দু’হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও তাঁর দাবি। জেলা শিল্প দফতরের আধিকারিক প্রণব নস্কর জানান, রাইস মিল, ময়দা মিল, সাইকেলের রিম, বৈদ্যুতিক শিল্প-সহ মোট ২০টি শিল্প আসছে। পলিব্যাগের বিকল্প পরিবেশ বান্ধব ‘ননওভেন’ নামে এক ধরনের ব্যাগ শিল্প গড়ার প্রসঙ্গ বৈঠকে ওঠে। বিনিয়োগকারীদের পক্ষে দেবকুমার দাঁ বলেন, ‘‘ননওভেন ব্যাগ পরিবেশের সঙ্গে মিশে যায়। ব্যবহারের পরে ফেলে দিলে পরিবেশ দূষিত হবে না।’’

Advertisement

জেলাশাসক বলেন, ‘‘এই ধরনের পরিবেশ বান্ধব শিল্পের ভবিষ্যত রয়েছে। যেমন, পুরুলিয়ায় মেলে শালপাতা। পাতার থালার চাহিদা দেশ-বিদেশে ক্রমশ বাড়ছে।’’ এই ধরণের শিল্প গড়লে প্রশাসন বিনিয়োগকারীদের সহায়তা করবে বলে তিনি আশ্বাস দেন।

অন্যদিকে, রঘুনাথপুরের নিতুড়িয়ায় ৬০০ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে সিমেন্ট শিল্পে। গুজরাটের একটি সংস্থা সেখানে কারখানা গড়বে। সমস্ত ছাড়পত্র মিলে গিয়েছে। খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। ওই শিল্পে প্রায় ৬০০ জনের কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন জেলাশাসক।

বৈঠকে রঘুনাথপুর শিল্প পার্কের পরিকাঠামো নিয়ে সরব হন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের পক্ষে ভৈরবদাস মল বলেন, ‘‘রঘুনাথপুরে শিল্প পার্ক গড়ে উঠেছে বটে। জমিও রয়েছে। কিন্তু পরিকাঠামো নেই।’’ জেলাশাসক আশ্বাস দিয়েছেন, রঘুনাথপুরের শিল্প পার্ক কী অবস্থায় রয়েছে শীঘ্রই শিল্প দফতরকে নিয়ে তা সরেজমিন দেখতে যাওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন