ঝালদায় দখলদার উচ্ছেদ শুরু

ঝালদা পুরশহরে পুরুলিয়া-রাঁচি রাস্তার দু’পাশের ফুটপাথ থেকে অবৈধ দখলদার উচ্ছেদে নামল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঝালদা হাটতলা এলাকায় রাস্তার দুপাশের ফুটপাথের অবৈধ দখল সরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, রাস্তা ও ফুটপাথের অবৈধ দখলের কারণে যানজট ঝালদার নিত্য সমস্যা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝালদা শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০০:৩২
Share:

রাতে ভেঙে দেওয়া হয়েছে দোকান। রবিবার সকালে।—নিজস্ব চিত্র

ঝালদা পুরশহরে পুরুলিয়া-রাঁচি রাস্তার দু’পাশের ফুটপাথ থেকে অবৈধ দখলদার উচ্ছেদে নামল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঝালদা হাটতলা এলাকায় রাস্তার দুপাশের ফুটপাথের অবৈধ দখল সরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, রাস্তা ও ফুটপাথের অবৈধ দখলের কারণে যানজট ঝালদার নিত্য সমস্যা। বিভিন্ন সময়ে বাসিন্দারা এই অবৈধ দখল হটানোর দাবিতে সরব হয়েছেন। কিন্তু দখল সরানো যায়নি। অবৈধ দখল হটানো নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলতেন। ঝালদার উপপুরপ্রধান মহেন্দ্র কুমার রুংটা বলেন, ‘‘ফুটপাথ দখল একটা সমস্যা। পুলিশ বা প্রশাসন সেই অবৈধ দখল হটানোর কাজে এ বার হাত দিয়েছে। আমরা স্বাগত জানাচ্ছি।’’ একই সঙ্গে তাঁর দাবি, পুলিশের পক্ষ থেকে যদি দখল উচ্ছেদের ব্যাপারে আগাম ঘোষণা করা হতো, তাহলে ভাল হতো। তৃণমূলের ঝালদা শহর কমিটির সভাপতি দেবাশিস সেন বলেন, ‘‘অবৈধ দখল হটানোর বিষয়ে আমরা একমত। কারণ দিনদিন বেদখল বাড়ছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে যদি উচ্ছেদের আগে আগাম ঘোষণা করা হতো, তাহলে সুবিধা হতো।’’ ব্যবসায়ীরাও অনেকে জানাচ্ছেন, আগাম খবর পেলে তাঁরা মালপত্র সরিয়ে নিজেরাই গুমটি সরিয়ে নিতেন। যদিও পুলিশের দাবি, উচ্ছেদের ব্যাপারে ঝালদার বিশিষ্ট নাগরিক, পুরসভার প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল— সবার সঙ্গেই বৈঠক করা হয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেকই অবৈধ দখল সরানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন