মেয়েকে মেরে সাজা হল বাবার

মেয়েকে খুন করে নিজেই পুলিশের কাছে গিয়ে অপরাধ কবুল করেছিলেন। চোদ্দো বছর আগের সেই ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হল বাবার। সাজাপ্রাপ্তের নাম ইদ্রিশ আনসারি। বৃহস্পতিবার পুরুলিয়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কৃষ্ণপ্রসাদ শাহ দোষী ইদ্রিশকে খুনের দায়ে যাবজ্জীবন এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছ’মাসের কারাবাসের সাজা দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০১:৫৯
Share:

মেয়েকে খুন করে নিজেই পুলিশের কাছে গিয়ে অপরাধ কবুল করেছিলেন। চোদ্দো বছর আগের সেই ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হল বাবার। সাজাপ্রাপ্তের নাম ইদ্রিশ আনসারি। বৃহস্পতিবার পুরুলিয়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কৃষ্ণপ্রসাদ শাহ দোষী ইদ্রিশকে খুনের দায়ে যাবজ্জীবন এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছ’মাসের কারাবাসের সাজা দিয়েছেন।

Advertisement

সরকারি আইনজীবী নন্দলাল সিংহানিয়া জানান, পুরুলিয়ার পাড়া থানার আনাড়ায় খুনের ঘটনাটি ঘটেছিল ২০০১ সালের ১৭ ডিসেম্বর। সে দিন রাত ১১টা নাগাদ আনাড়া রেল কলোনির আবাসনে নিজের বছর সতেরোর মেয়ে আফসানা খাতুনকে গলায় দড়ির ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করেছিলেন পেশায় রেলকর্মী ইদ্রিশ। ঘটনার পরে তিনি নিজেই আনাড়া পুলিশে ফাঁড়িতে গিয়ে অপরাধের ঘটনা লিখিত ভাবে স্বীকার করেছিলেন। বাবার বিরুদ্ধে বোনকে খুনের অভিযোগ পাড়া থানায় জানিয়েছিলেন ছেলে শেখ মনিম। ইদ্রিশকে গ্রেফতার করে পুলিশ। সরকারি কৌঁসুলি জানান, ভিন্ন সম্প্রদায়ের ছেলের সঙ্গে মেয়ের মেলামেশা মেনে নিতে পারেননি বলেই মেয়েকে খুন করেছিলেন ইদ্রিশ। ঘটনার পরে খুনের দায় স্বীকার করে তাঁর দেওয়া লিখিত স্বীকারোক্তির ভিত্তিতে এ দিন এই রায় দিয়েছেন বিচারক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement