দৌড় করাল হাতি

জমিতে হাতি নেমেছে খবর পেয়ে ট্রাক্টর ছেড়ে তিল বাঁচাতে দৌড়ে এসেছিলেন সোনামুখী থানার জুনসড়া গ্রামের জানারুল শেখ। কিন্তু উল্টে তাঁকেই দৌড় করাল একটি হাতি।

Advertisement
শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০২:২২
Share:

জমিতে হাতি নেমেছে খবর পেয়ে ট্রাক্টর ছেড়ে তিল বাঁচাতে দৌড়ে এসেছিলেন সোনামুখী থানার জুনসড়া গ্রামের জানারুল শেখ। কিন্তু উল্টে তাঁকেই দৌড় করাল একটি হাতি। জানারুলকে শুঁড়ে পাকিয়ে জমিতে আছাড় দিল। বাসিন্দারা কোনও রকমে বছর পঁচিশের ওই যুবককে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যালে পাঠায়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর আঘাত গুরুতর। এ দিকে, হাতি তাড়ানোর সময় হুলার আগুন থেকে এ দিন জঙ্গলের কিছু গাছপালা পুড়ে যায়। বাঁকুড়া উত্তর বন বিভাগের ডিএফও পিনাকী মিত্র জানান, অল্পক্ষণের মধ্যে আগুন আয়ত্তে আনা গিয়েছে।

Advertisement

ছবি তুলেছেন শুভ্র মিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement