প্রাণ বাঁচল শিশু হনুমানের

জানালার নেটে তিন মাসের হনুমানের বাচ্চা আটকে পড়ে মৃতপ্রায় অবস্থা হয়েছিল। অবস্থা দেখে এলাকায় প্রায় কুড়ি পঁচিশটি হনুমান জড়ো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ০০:০৬
Share:

জানালার নেটে তিন মাসের হনুমানের বাচ্চা আটকে পড়ে মৃতপ্রায় অবস্থা হয়েছিল। অবস্থা দেখে এলাকায় প্রায় কুড়ি পঁচিশটি হনুমান জড়ো হয়। পরে বনদফতরের কর্মীরা এলাকায় পৌঁছে জানালার নেটের একাংশ কেটে হনুমানের বাচ্চাটিকে উদ্ধার করে। রামপুরহাট হাটতলা এলাকার মতো জনবহুল এলাকায় মঙ্গলবার সন্ধ্যার ঘটনা। ওই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস চৌধুরী বনদফতরের তুম্বনী রেঞ্জের আধিকারিককে ফোন করেন। তুম্বনি রেঞ্জের আধিকারিক অরিন্দম কাঞ্জিলাল বলেন, ‘‘তিনমাস বয়সের হনুমানের বাচ্চাটি এমন ভাবে জানালার নেটে আটকিয়ে পড়েছিল আর কিছুক্ষণ থাকলে মারা যেত। উদ্ধার করতে সময় লেগেছে। যাই হোক শেষমেশ দুই কর্মীর তৎপরতা এবং সাহসিকতায় হনুমানের বাচ্চাটাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’’ রামপুরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শুভাশিস চৌধুরী বলেন, ‘‘বনদফতরের কর্মীরা না থাকলে হনুমানের বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হত না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন