ফিরলেন প্রণব

অন্যান্য বারের মতো এ বারও ষষ্ঠীর দিন বিকালে লাভপুরের মিরিটি গ্রামের বাড়িতে পুজোয় যোগ দেওয়ার জন্য দিল্লি থেকে আসেন প্রণববাবু। এ বারও তাঁর সফর ঘিরে নিরাপত্তার কড়াকড়ি ছিল। তাঁর বাড়িতে মোতায়েন ছিল পুলিশও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ০৭:১০
Share:

যাত্রা: দিল্লি ফেরার আগে কীর্ণাহারে প্রণববাবু। ছবি: সোমনাথ মুস্তাফি।

গ্রামের বাড়িতে পুজো কাটিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

Advertisement

অন্যান্য বারের মতো এ বারও ষষ্ঠীর দিন বিকালে লাভপুরের মিরিটি গ্রামের বাড়িতে পুজোয় যোগ দেওয়ার জন্য দিল্লি থেকে আসেন প্রণববাবু। এ বারও তাঁর সফর ঘিরে নিরাপত্তার কড়াকড়ি ছিল। তাঁর বাড়িতে মোতায়েন ছিল পুলিশও।

বিসর্জনের পর তাঁর দিল্লি চলে যাওয়ার কথা ছিল। সেই অর্থে রাষ্ট্রপতির প্রোটোকল সরিয়ে এটাই তাঁর প্রথমবার পুজো কাটাতে কীর্ণাহারে আসা।

Advertisement

দীর্ঘদিন ধরেই দিল্লি থেকে তাঁকে উড়িয়ে আনে কপ্টার। এ বারই ৬ গাড়ির কনভয় নিয়ে গ্রামের বাড়িতে আসেন তিনি। এদিন সকাল ১১টা নাগাদ তিনি কীর্ণাহার লাগোয়া পরোটা গ্রামের দিদির বাড়ি থেকে বেরিয়ে যান।

এ দিন জেলা পুলিশ জানায়, বোলপুরে আধ ঘণ্টা খানেক দাদার বাড়িতে কাটিয়ে রওনা দেয় প্রণববাবুর কনভয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement