ছিনতাইয়ের ঘটনায় ধৃত চার

তিন মাস আগে জাতীয় সড়কে মোটরবাইক আটকে দুই পেট্রোল পাম্প কর্মীর থেকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করল সাঁইথিয়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে সাঁইথিয়ার হরপলশা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতেরা হল সাফেউল শেখ, মিঠুন শেখ, রাজা শেখ এবং বুদ্ধি শেখ। প্রত্যেকের বাড়িই ওই গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁইথিয়া শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০২:২০
Share:

তিন মাস আগে জাতীয় সড়কে মোটরবাইক আটকে দুই পেট্রোল পাম্প কর্মীর থেকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করল সাঁইথিয়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে সাঁইথিয়ার হরপলশা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতেরা হল সাফেউল শেখ, মিঠুন শেখ, রাজা শেখ এবং বুদ্ধি শেখ। প্রত্যেকের বাড়িই ওই গ্রামে। বুধবার সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মাস তিনেক আগে মহম্মদবাজারের সোতসাল মোড়ের একটি পেট্রোল পাম্পের দুই কর্মী মোটরবাইকে করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে মহম্মদবাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জমা করতে যাচ্ছিলেন। পথে মোরগ্রাম-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর, সোতসাল ও দেউচার মাঝে একটি মোটরবাইকে চেপে তিন দুষ্কৃতী ওই কর্মীদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার পরেই ছিনতাই কচানিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। পাম্প মালিক চৌধুরী আবদুল রশিদের অভিযোগ, ‘‘ওই দিন পাম্পের দুই কর্মী, সম্পর্কে আমার ভাগ্নে এবং নাতি ৫ লক্ষ ৯৮,৬০০ টাকা ব্যাগে করে মহম্মদবাজারের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। পিছন থেকে ওই দুষ্কৃতীরা এসে ধাক্কা মেরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাগ ছিনিয়ে মহম্মদবাজারের দিকে পালিয়ে যায়।’’ তার পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।

পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়। সোর্স মাধ্যমে নির্দিষ্ট খবর পেয়ে মঙ্গলবার রাতে হরপলশা থেকে ওই চার জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তবে, তাদের কাছ থেকে এখনও টাকা উদ্ধার করা যায়নি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন