হুলা কর্মীদের জন্য এ বার বিমা

হাতি তাড়াতে গিয়ে অনেক সময়েই হাতির হামলায় মৃত্যু হয় হুলাপার্টির সদস্যদের। এ বার তাই হুলাপার্টির সদস্যদের জীবনবিমা করাতে যাচ্ছে রাজ্য সরকার। বিমার আওতায় থাকা হুলাকর্মীরা হাতি তাড়ানোর অভিযানে গিয়ে মারা গেলে এক লক্ষ টাকা পাবেন। শনিবার পুরুলিয়ায় একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে এ কথা জানান বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ০১:৩৬
Share:

হাতি তাড়াতে গিয়ে অনেক সময়েই হাতির হামলায় মৃত্যু হয় হুলাপার্টির সদস্যদের। এ বার তাই হুলাপার্টির সদস্যদের জীবনবিমা করাতে যাচ্ছে রাজ্য সরকার। বিমার আওতায় থাকা হুলাকর্মীরা হাতি তাড়ানোর অভিযানে গিয়ে মারা গেলে এক লক্ষ টাকা পাবেন। শনিবার পুরুলিয়ায় একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে এ কথা জানান বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। এ দিন পুরুলিয়ার সার্কিট হাউসে ওই বৈঠকে ছিলেন বন দফতরের মুখ্য বনপাল (হেড অব দ্য ফরেস্ট) প্রদীপ শুক্ল, পুরুলিয়ার জেলাশাসক তন্ময় চক্রবর্তী, পুলিশ সুপার রূপেশ কুমার, জেলাপরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী সন্ধ্যারানি টুডু ও বিধায়কেরা। প্রশাসনিক বৈঠকের পরে মন্ত্রী বলেন, ‘‘হাতি তাড়ানোর কাজে নিযুক্ত হুলাপার্টির সদস্যদের বিনামূল্যে জীবনবিমা আওতায় আনা হচ্ছে। বছরে ৬০ টাকা প্রিমিয়ামের বিনিময়ে একলক্ষ টাকা জীবনবিমা করা হবে। ওই প্রিমিয়ামের অর্থ বন দফতর বহণ করবে।’’ উত্তরবঙ্গ বা বাঁকুড়া, মেদিনীপুরের মতো না হলেও পুরুলিয়াতে হাতির সমস্যা কম নয়। বিশেষ করে ঝাড়খণ্ড থেকে হাতির পাল এ রাজ্যে এসে ক্ষয়ক্ষতি করে। তাদের আক্রমণে মৃত্যুর ঘটনাও ঘটেছে পুরুলিয়ায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিনের বৈঠকে মন্ত্রী অতীতে হাতির হানা-সহ কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে জানতে চেয়েছিলেন। লোকালয়কে সুরক্ষিত রেখে হাতি তাড়ানোর ব্যাপারেও আলোচনা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন