যানবাহনের ডিজিটাল কার্ড

আগামী দিনে সব যানবাহনের রেজিষ্ট্রেশন ‘ডিজিটাল’ হবে। যাঁদের পুরানো যান রেজিষ্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, তাঁদের কেউ ডিজিটাল করাতে চাইলে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ০১:২৭
Share:

স্মার্টকার্ড: ডিজিটাল কার্ডের উদ্বোধন। সিউড়িতে। নিজস্ব চিত্র

যানবাহনের ‘ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ চালু হল জেলায়। শুক্রবার জেলা পরিবহণ দফতরে সিউড়ির সৌমেন সাহা ও মহম্মদবাজারের শেখ মইজউদ্দিনের হাতে প্রতীকী ভাবে ওই কার্ড তুলে দেন জেলাশাসক পি মোহন গাঁধী। ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) উমাশঙ্কর এস ও জেলা পরিবহণ আধিকারিক সন্দীপ সাহা। জেলাশাসক বলেন, ‘‘রেজিষ্ট্রেশনের কাগজ নিয়ে ঘোরা এবং তার রক্ষণাবেক্ষণ সমস্যার। এ বার থেকে আর একগুচ্ছ কাগজ নিয়ে ঘুরতে হবে না মোটরযানের মালিক, চালককে । একটি ছোট্ট ডিজিটাল কার্ডের মধ্যেই সব থাকছে।’’ তিনি জানান, বারকোড স্ক্যান করলেই সব জানা যাবে। বিশেষ আলোয় কার্ডে বিশ্ব বাংলার লোগো দেখা যাবে। পরিবহণ দফতর জানায়. মোটরযানের মালিক, চালক, নিয়ন্ত্রক ও আইনরক্ষাকারী সহ সকলের সুবিধা নিশ্চিত করতে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। আগামী দিনে সব যানবাহনের রেজিষ্ট্রেশন ‘ডিজিটাল’ হবে। যাঁদের পুরানো যান রেজিষ্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, তাঁদের কেউ ডিজিটাল করাতে চাইলে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন