যৌন নিগ্রহে কারাদণ্ড

সরস্বতী পুজোর প্যান্ডেল থেকে ফুসলিয়ে ডেকে নিয়ে গিয়ে এক শিশুকন্যাকে যৌন নিগ্রহের দায়ে কারাদণ্ড হল এক যুবকের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫৭
Share:

সরস্বতী পুজোর প্যান্ডেল থেকে ফুসলিয়ে ডেকে নিয়ে গিয়ে এক শিশুকন্যাকে যৌন নিগ্রহের দায়ে কারাদণ্ড হল এক যুবকের। মঙ্গলবার এই আদেশ দেন পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক পার্থ লাহিড়ি। মামলার সরকারি আইনজীবী পঙ্কজ গোস্বামী জানিয়েছেন, ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি পুরুলিয়া মফস্সল থানা এলাকার টামনা গ্রামে। ওই দিন সন্ধ্যায় বাড়ির পাশের প্যান্ডেলে সরস্বতী ঠাকুর দেখতে গিয়েছিল বছর পাঁচেকের এক শিশুকন্যা। সে এই গ্রামে পিসির বাড়িতে থাকত। গ্রামেরই যুবক অবিনাশ মাহাতো ওই শিশুকন্যাকে ফুসলিয়ে পাশের প্রাথমিক স্কুলের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে। ঘটনার পরের দিন থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিত শিশুটির বাবা।

Advertisement

অভিযোগের তদন্ত শেষে পুলিশ ওই বছরেরই মে মাসে আদালতে চার্জশিট পেশ করে। অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করলেও পরে সে জামিনে মুক্ত ছিল। মঙ্গলবার বিচারক অভিযুক্তকে যৌন নিগ্রহের দায়ে দশ বছরের কারাদণ্ড, দু’হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দিয়েছেন।

পাশাপাশি ওই শিশুকন্যাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার দায়ে দু’বছর কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানার সাজা হয়েছে। দু’টি সাজাই একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement