যৌথ মিছিল

আর দু’দিন। তারপর রবিবার ভোট। তার আগে শেষবারের মতো জোটের জানান দিতে বৃহস্পতিবার সকাল নটা নাগাদ বামফ্রন্ট ও কংগ্রেস যৌথ ভাবে মিছিল করল সাঁইথিয়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদারা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ০০:৫০
Share:

আর দু’দিন। তারপর রবিবার ভোট। তার আগে শেষবারের মতো জোটের জানান দিতে বৃহস্পতিবার সকাল নটা নাগাদ বামফ্রন্ট ও কংগ্রেস যৌথ ভাবে মিছিল করল সাঁইথিয়ায়। ইউনিয়ান বোর্ড থেকে মুরাডিহি কলোনী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মত পথ মিছিলে হাঁটলেন, প্রার্থী ধীরেন বাগদি, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সিউড়ির প্রার্থী রামচন্দ্র ডোম, সাঁইথিয়ার প্রাক্তন পুর প্রধান কংগ্রেসের তরুন ঘোষ সহ জোটের অনেক নেতা।এদিনের মিছিলে বাম ও কংগ্রেসের হাজার দেড়েক সমর্থক অংশ নেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement