নাবালিকা ধর্ষণে যাবজ্জীবন

এক নাবালিকাকে ধর্ষণের ও নির্যাতনে দোষী সাব্যস্ত করে চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক এই রায় ঘোষণা করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ০২:২০
Share:

পুরুলিয়া আদালতে সাজাপ্রাপ্তেরা।—নিজস্ব চিত্র।

এক নাবালিকাকে ধর্ষণের ও নির্যাতনে দোষী সাব্যস্ত করে চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক এই রায় ঘোষণা করেছেন।

Advertisement

মামলার সরকারি আইনজীবী পঙ্কজ গোস্বামী জানান, ঘটনাটি ২০১৩ সালের ৩০ মে, বাঘমুণ্ডি থানা এলাকার বীরগ্রামের। ঝাড়খন্ডের চান্ডিল থানা এলাকার ভালুকোচা গ্রামের বছর দশেকের এক কিশোরী বীরগ্রামে আত্মীয়ের বাড়ি এসেছিল। সে দিন বিকেলে শৌচে গিয়ে মেয়েটি দেওয়াল চাপা পড়ে। তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসার জন্য ওই নাবালিকার বাবা মেয়েকে টাটানগরে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে জানান, মেয়েটির আঘাত দেওয়ালে চাপা পড়ার ফলে ঘটেনি। কথা বলার মতো অবস্থায় এলে সে বাবাকে জানায়, পাঁচ জন তাকে ধর্ষণ করে যৌনাঙ্গে ব্লেড চালিয়ে দেয়।

ওই নাবালিকার বাবা ওই বছর ৪ জুন বাঘমুণ্ডি থানায় দীপঙ্কর কুমার, সুনীল কুমার, কিরীটি কুমার, রোহিন কুমার ও মাঝি কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ পাঁচ জনকেই গ্রেফতার করে। ধর্ষণের পাশাপাশি মামলায় পকসো আইনের ধারা যোগ হয়। তবে তিন মাস পরে অভিযুক্তেরা জামিন পেয়ে যান।

Advertisement

২০১৪ সালের মে-তে চার্জশিট পেশ হয়। পঙ্কজবাবু জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের মধ্যে চারজনকে দোষী সাব্যস্ত করে এ দিন বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছ’মাস কারাদণ্ডের নির্দেশও হয়েছে। সুনীল কুমার বেকসুর খালাস পেয়েছেন।

এ দিন আদালত থেকে বেরিয়ে অভিযুক্তেরা নিজেদের নির্দোষ বলে দাবি করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন