সুরাহা খুঁজতে আলোচনা

ছাত্রীদের দাবি নিয়ে পূর্ণীদেবী চৌধুরী গার্লস কলেজের বিত্ত কমিটির বৈঠক বসছে কাল মঙ্গলবার। চলতি শিক্ষাবর্ষে ভর্তির জন্য সব রকমের ফি থেকে শুরু করে, নানা স্তরের ছাত্রীদের ফি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হবে ওই বৈঠকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ০২:১৯
Share:

ছাত্রীদের দাবি নিয়ে পূর্ণীদেবী চৌধুরী গার্লস কলেজের বিত্ত কমিটির বৈঠক বসছে কাল মঙ্গলবার। চলতি শিক্ষাবর্ষে ভর্তির জন্য সব রকমের ফি থেকে শুরু করে, নানা স্তরের ছাত্রীদের ফি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হবে ওই বৈঠকে। বোলপুর পূর্ণীদেবী চৌধুরী গার্লস কলেজের অধ্যক্ষ সুনীলবরণ মণ্ডল বলেন, “কলেজ পরিচালন সমিতির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বিত্ত কমিটির বৈঠক হবে। সেই বৈঠকে চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরে ভর্তি সংক্রান্ত ফি-র সিদ্ধান্ত চূড়ান্ত হবে।” অন্যদিকে কথায় কথায় শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান, বিক্ষোভ এবং ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও ঘটনা নিয়ে কড়া হচ্ছে কলেজ কর্তৃপক্ষ। পরিচালন সমিতির বৈঠক চলাকালীন ঘেরাও অবস্থান, বিক্ষোভ এবং অধ্যক্ষকে সাত ঘণ্টা ঘেরাওয়ের ঘটনায় কলেজের একাধিক মহল ক্ষুব্ধ। ওই কলেজের শিক্ষক শিক্ষিকাদের একাংশের অভিযোগ, বিষয়টি যাচাই না করে, অস্বভাবিক ফি বৃদ্ধির অভিযোগ তুলে পড়ুয়ারা অবস্থান, বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি নেয়। যদিও, ফি নিয়ে কোন সিদ্ধান্তই নেয়নি কলেজ। পড়ুয়ারা অবশ্য অনড় তাদের দাবিতে। কলেজের জিএস চুমকি পাল বলেন, ‘‘কলেজ কর্তৃপক্ষ আমাদের ফি বাড়ার কথা বলার পরেই সমস্ত ছাত্রীরা আন্দোলনে নামে। আমরা আমাদের দাবিতে অনড়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement