Crime

দেওয়াল কেটে ব্যাঙ্কে, কাটা গেল না ভল্টই

মাসখানেক আগে পাড়ুই থানার ইকড়া গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের মন্দির থেকে প্রাচীন তিনটি মূর্তি চুরি যায়। সেই চুরির এখনও হয়নি। এ বার দেওয়াল কেটে ব্যাঙ্কের টাকা লুটের চেষ্টায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাড়ুই শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ০৮:৩৯
Share:

এ ভাবেই দেওয়াল কাটা হয়েছে। নিজস্ব চিত্র।

দেওয়াল কেটে, ভল্ট অবধি পৌঁছেও শেষরক্ষা হল না। দুষ্কৃতীরা ভল্ট কাটতে রক্ষা পেল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পাড়ুই থানার মঙ্গলডিহি গ্রামে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে এক তলা ঘর ভাড়া নিয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা খোলা হয় মঙ্গলডিহিতে। আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ এই শাখার গ্রাহক। কিন্তু, ব্যাঙ্কে কোনও নিরাপত্তারক্ষী নেই। পুলিশের অনুমান, সেই সুযোগেই ব্যাঙ্কের পিছনের দিকের দেয়াল কেটে বুধবার গভীর রাতে দুষ্কৃতীদল ভিতরে ঢুকে পড়ে। ভল্ট ভাঙার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। তবে, বেশ কিছু কাগজপত্র খোয়া গিয়েছে বলে ব্যাঙ্কের কর্মীদের প্রাথমিক অনুমান। খবর পেয়ে এদিন পাড়ুই থানার পুলিশ তদন্তে আসে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকায় চুরি-ছিনতাই মাঝেমধ্যেই হচ্ছে। কিন্তু, পুলিশি টহলদারি থাকছে না। মাসখানেক আগে পাড়ুই থানার ইকড়া গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের মন্দির থেকে প্রাচীন তিনটি মূর্তি চুরি যায়। সেই চুরির এখনও হয়নি। এ বার দেওয়াল কেটে ব্যাঙ্কের টাকা লুটের চেষ্টায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলডিহির বাসিন্দা নিজামুল হক, জামিরুল মোল্লারা বলেন, “যে-ভাবে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা হয়েছে, তাতে আমরা সকলেই উদ্বেগে। এমন ঘটনা আমাদের গ্রামে প্রথম। এই ব্যাঙ্কে অধিকাংশ গ্রামবাসীর অ্যাকাউন্ট রয়েছে।’’

Advertisement

ব্যাঙ্কের সহকারী ম্যানেজার সৈকত মণ্ডল বলেন, “সকালে এসে দেখি ব্যাঙ্কের দেওয়ালের এক পাশ কাটা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই। তবে, টাকা নিতে পারেনি দুষ্কৃতীরা। কিছু নথি খোয়া গিয়েছে কি না, তা আমাদের দেখতে হবে।” অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎ কুমার দে বলেন, “বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে। আশা করছি, দুষ্কৃতীরা তাড়াতাড়ি ধরা পড়বে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন