নতুন মহিলা থানা

জেলার দ্বিতীয় মহিলা থানাটি চালু হল খাতড়ায়। শুক্রবার জঙ্গলমহলের মহকুমা সদর খাতড়ায় থানাটির উদ্বোধন করেন বাঁকুড়ার পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার। এর আগে বাঁকুড়া সদরে একটি মহিলা থানা চালু হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খাতড়া শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০১:৩৭
Share:

উদ্বোধনের পরে খাতড়ার মহিলা থানা।— নিজস্ব চিত্র

জেলার দ্বিতীয় মহিলা থানাটি চালু হল খাতড়ায়। শুক্রবার জঙ্গলমহলের মহকুমা সদর খাতড়ায় থানাটির উদ্বোধন করেন বাঁকুড়ার পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার। এর আগে বাঁকুড়া সদরে একটি মহিলা থানা চালু হয়েছিল। পুলিশ সুপার বলেন, ‘‘এই থানায় এখন থেকে এলাকার মহিলারা তাঁদের নানা সমস্যা নিয়ে অভিযোগ জানাতে পারবেন।’’ পুলিশ সূত্রে জানানো হয়েছে, খাতড়ার কংসাবতী রোডে ভারত সেবাশ্রম সঙ্ঘের কাছে একটি বাড়ি ভাড়া করে থানাটি চালু হয়েছে। ওসি হিসাবে নিযুক্ত হয়েছেন শিপ্রা ঘোষ। থানায় দু’জন সাব ইন্সপেক্টর, দু’জন এ এস আই, ১৩ জন কনস্টেবল নিয়োগ করা হয়েছে। জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে পৃথক মহিলা থানা তৈরির পরিকল্পনা নিয়েছেন। খাতড়ায় মহিলা থানা তৈরি হওয়ায় এলাকার মহিলারা থানায় গিয়ে মহিলা পুলিশ আধিকারিকদের কাছে সমস্যার কথা বলতে পারবেন।’’ পুলিশ সুপার ছাড়াও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী, মহকুমাশাসক (খাতড়া) অভিষেক তিওয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার সবারি রাজকুমার, এসডিপিও (খাতড়া) ঈশানী পাল প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন