কম সময়ে জমির মালিকানা বদল

মালিকানা পরিবর্তন বা মিউটেশন করতে চেয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরে আবেদন করে অপেক্ষার দিন শেষ। মালিকানা পরিবর্তন (‌রেকর্ড) হচ্ছে মাত্র ৩০ দিনের মধ্যেই। আর জমির রেকর্ড নিয়ে তথ্য জানতে হলে প্রয়োজন মাত্র একবেলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুবরাজপুর শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০০:৫৬
Share:

মালিকানা পরিবর্তন বা মিউটেশন করতে চেয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরে আবেদন করে অপেক্ষার দিন শেষ। মালিকানা পরিবর্তন (‌রেকর্ড) হচ্ছে মাত্র ৩০ দিনের মধ্যেই। আর জমির রেকর্ড নিয়ে তথ্য জানতে হলে প্রয়োজন মাত্র একবেলা। তেমনটাই দাবি দুবরাজপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের।

Advertisement

দফতর সূত্রের খবর, স্বচ্ছতা এবং দ্রুততা আনতে আগেই সংশ্লিষ্ট দফতরকে দ্রুত মিউটেশন করানোর নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। সমস্ত ব্যবস্থা অনলাইনে হওয়ার এবং কিছু অতিরিক্ত কর্মী আনায় কাজে গতি এসেছে। যদিও কিছু সমস্যা ছিল, যেমন নোটিস পাঠানো এবং ইন্টারনেট পরিষেবার দুর্বলতা। কিন্তু সেটা সামলেও জমির ক্রেতা বিক্রেতাকে অনেকটা রেহাই দেওয়া যাচ্ছে বলছে দফতর। ভুক্তভোগী জমির ক্রেতা গোলাম মুস্তফা, আজিজুর রহমান, সনথ ঠাকুর বলছেন, ‘‘মালিকানা পরিবর্তন বা মিউটেশন করতে চেয়ে আবেদন করলে কমপক্ষে ছ’মাস ঘুরতে হতো। কিংবা কাউকে দিয়ে তদ্বির করাতে হতো। তার পর শুনানির দিন পড়ত। এখন সেটা আর হচ্ছে না।’’

দুবরাজপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিশ্বজিৎ ঘোষ বলছেন, ‘‘প্রথমে জমি বাড়ি ক্রয়ের পরে মালিকানা পরিবর্ত বা মিউটেশনের জন্য প্রায় ৪০০০ আবেদন আগেই জমা হয়েছিল। সেই কাজ এখন প্রায় সমাপ্ত। কেউ আবেদন করলেই সঙ্গে সঙ্গে নোটিস সব পক্ষকে পাঠানো হয়। মাঝে নোটিস পাঠানো নিয়ে ডাকঘর সংক্রান্ত কিছু অসুবিধা ছিল। সেটা পুরোপুরি না মিটলেও হাতে হাতে নোটিস পাঠিয়ে ৩০ দিনের মধ্যেই শুনানি করা হচ্ছে।’’

Advertisement

জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় প্রতিটি ব্লকে কাজ এগোচ্ছে। এগিয়ে থাকা ব্লকগুলির মধ্যে দুবরাজপুর অন্যতম। আরও একটা মোবাইলেও মেসেজ পাচ্ছেন আবেদনকারীরা। স্মার্টফোন ব্যবহারকারীরা খতিয়ান নম্বর দেখে সঙ্গে সঙ্গে জমির ‘স্যাটাস’ দেখে নিতেও পারবেন বলছে দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন