এক আদিবাসী বৃদ্ধাকে ডাইনি অপবাদ দিয়ে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী আরেক আদিবাসী পরিবারের বিরুদ্ধে। বুধবার সকাল ১০টা নাগাদ, সাঁইথিয়ার ওমুয়া গ্রামের ঘটনা। ওই বৃদ্ধার মেয়ে ময়না মাড্ডি ওরফে বুড়ি এ দিন বলেন, ‘‘গত কয়েকদিন ধরে প্রতিবেশি এক যুবক অসুস্থ। তাই গত কদিন ধরে আমার মাকে ওরা ডাইনি সন্দেহ করছে। মাঝে মধ্যেই মারধর এমনকী পুড়িয়ে মারার হুমকী দিচ্ছিল। এ দিন ওদের বাড়ির কয়েকজন মহিলা বাড়িতে চড়াও হয়, মাকে মারবে বলে। আমি প্রতিবাদ করায় ওরা ফিরে যায়। মা প্যারালাইসিসের রোগী, অসুস্থ।’’ এ দিকে খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ কোনও অভিযোগ করেনি।