বৃদ্ধাকে মারধর

এক আদিবাসী বৃদ্ধাকে ডাইনি অপবাদ দিয়ে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী আরেক আদিবাসী পরিবারের বিরুদ্ধে। বুধবার সকাল ১০টা নাগাদ, সাঁইথিয়ার ওমুয়া গ্রামের ঘটনা। ওই বৃদ্ধার মেয়ে ময়না মাড্ডি ওরফে বুড়ি এ দিন বলেন, ‘‘গত কয়েকদিন ধরে প্রতিবেশি এক যুবক অসুস্থ। তাই গত কদিন ধরে আমার মাকে ওরা ডাইনি সন্দেহ করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫৬
Share:

এক আদিবাসী বৃদ্ধাকে ডাইনি অপবাদ দিয়ে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী আরেক আদিবাসী পরিবারের বিরুদ্ধে। বুধবার সকাল ১০টা নাগাদ, সাঁইথিয়ার ওমুয়া গ্রামের ঘটনা। ওই বৃদ্ধার মেয়ে ময়না মাড্ডি ওরফে বুড়ি এ দিন বলেন, ‘‘গত কয়েকদিন ধরে প্রতিবেশি এক যুবক অসুস্থ। তাই গত কদিন ধরে আমার মাকে ওরা ডাইনি সন্দেহ করছে। মাঝে মধ্যেই মারধর এমনকী পুড়িয়ে মারার হুমকী দিচ্ছিল। এ দিন ওদের বাড়ির কয়েকজন মহিলা বাড়িতে চড়াও হয়, মাকে মারবে বলে। আমি প্রতিবাদ করায় ওরা ফিরে যায়। মা প্যারালাইসিসের রোগী, অসুস্থ।’’ এ দিকে খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ কোনও অভিযোগ করেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement